জকিগঞ্জ প্রতিনিধি
বিদ্যুতের ওপর চাপ কমাতে জকিগঞ্জ পৌরসভা ও গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সৌর বাতির অধিকাংশই এখন অকেজো অবস্থায় রয়েছে। বাতিগুলো না জ্বলায় সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জকিগঞ্জে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০০টি সৌরচালিত সড়ক বাতি বসানো হয়েছে। উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে বাতিগুলো বসানো হয়েছে। প্রতিটি সৌরবাতির জন্য বরাদ্দ করা হয় ৫৬ হাজার ৪৯০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইডকল’ জকিগঞ্জে এ কাজ করেছে। প্রতিটি বাতির তিন বছরের ওয়ারেন্টি থাকলেও অধিকাংশ সড়কবাতি এখন অকেজো অবস্থায় রয়েছে।
ঘুরে দেখা গেছে, পৌরসভার কাস্টমসঘাট, মানিকপুরের ফুলতলী মাদ্রাসা এলাকা, সুলতানপুরের বাবুর বাজার, এহতেসামনগরসহ প্রায় সব বাতিই এখন অচল। যে কয়েকটা মিটিমিটি করে জ্বলে। তার আলোতে বাতির খুঁটিই ঠিকমতো দেখা যায় না।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন, সড়ক বাতিগুলো বসানোর প্রথম বছর কিছু কিছু মেরামত করা হয়েছিল। করোনার কারণে গত দুই বছর মেরামত কাজ আটকে আছে। প্রথম দিকে যেগুলো বসানো হয়েছিল সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ইতিপূর্বে দায়িত্বরত কর্মকর্তার সময়ে এ সড়ক বাতিগুলো বসানো হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত এখনো তাঁদের কাছে রয়েছে। খোঁজ-খবর নিয়ে নষ্ট সড়ক বাতিগুলো মেরামত করার চেষ্টা করা হবে।
বিদ্যুতের ওপর চাপ কমাতে জকিগঞ্জ পৌরসভা ও গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সৌর বাতির অধিকাংশই এখন অকেজো অবস্থায় রয়েছে। বাতিগুলো না জ্বলায় সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জকিগঞ্জে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০০টি সৌরচালিত সড়ক বাতি বসানো হয়েছে। উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে বাতিগুলো বসানো হয়েছে। প্রতিটি সৌরবাতির জন্য বরাদ্দ করা হয় ৫৬ হাজার ৪৯০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইডকল’ জকিগঞ্জে এ কাজ করেছে। প্রতিটি বাতির তিন বছরের ওয়ারেন্টি থাকলেও অধিকাংশ সড়কবাতি এখন অকেজো অবস্থায় রয়েছে।
ঘুরে দেখা গেছে, পৌরসভার কাস্টমসঘাট, মানিকপুরের ফুলতলী মাদ্রাসা এলাকা, সুলতানপুরের বাবুর বাজার, এহতেসামনগরসহ প্রায় সব বাতিই এখন অচল। যে কয়েকটা মিটিমিটি করে জ্বলে। তার আলোতে বাতির খুঁটিই ঠিকমতো দেখা যায় না।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন, সড়ক বাতিগুলো বসানোর প্রথম বছর কিছু কিছু মেরামত করা হয়েছিল। করোনার কারণে গত দুই বছর মেরামত কাজ আটকে আছে। প্রথম দিকে যেগুলো বসানো হয়েছিল সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ইতিপূর্বে দায়িত্বরত কর্মকর্তার সময়ে এ সড়ক বাতিগুলো বসানো হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত এখনো তাঁদের কাছে রয়েছে। খোঁজ-খবর নিয়ে নষ্ট সড়ক বাতিগুলো মেরামত করার চেষ্টা করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে