ব্যস্ততার মাঝেও বন্ধুত্ব অটুট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ০৯: ০৩
Thumbnail image

দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌর চেয়ে তানভীন সুইটি বয়সে বড় হলেও তিনজনের রয়েছে চমৎকার বন্ধুত্ব। যেকোনো অনুষ্ঠানে তিনজনের দেখা হলে একসঙ্গে ছবি তুলতে ভোলেন না তাঁরা। গত শনিবার রাজধানীর উত্তরায় মৌয়ের বাসায় তিনজন এক হয়েছেন, ছবি তুলেছেন এক ফ্রেমে।

সেদিনের আড্ডায় জানা গেল তিনজনের কাজের ব্যস্ততার খবর। তানভীন সুইটি এরই মধ্যে শেষ করেছেন ‘মাইক’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে তাঁর সঙ্গে রয়েছেন তারিক আনাম খান, ফেরদৌসসহ আরও অনেকে। সুইটি বলেন, ‘শাহীন-বিপুলের যৌথ পরিচালনায় “মাইক” সিনেমাটি তৈরি হয়েছে ১৯৭৫-পরবর্তী সময়ের গল্প নিয়ে।’

দীপা শেষ করেছেন ‘রিভেঞ্জ’, ‘মনোলোক’, ‘মোনা’ ও ‘পায়ের ছাপ’ সিনেমার কাজ। দীপা বলেন, ‘সিনেমায় এখন ব্যস্ততা বেড়েছে। টানা সময় দিয়ে কাজ করতে কষ্ট হয়। তবু সংসার, সন্তানদের সময় দিয়ে কাজগুলো করতে চাই।’

মৌ বলেন, ‘ঈদের পর প্রিয় অনেকের সঙ্গেই দেখা হয়নি। শনিবার রাতে কিছু প্রিয় মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হলো।’ কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে মৌ বলেন, ‘আমার মেয়ে ওয়ানিয়ার সঙ্গে জীবনে প্রথম বিটিভির একটি নাটকে অভিনয় করেছি। বেশ সাড়া পেয়েছি। এ ছাড়া ধারাবাহিক ‘বকুলপুর রিটার্নস’, ‘গোলমাল’ ও ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে অভিনয় করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত