Ajker Patrika

৮ বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ১৮ নেতা বহিষ্কার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
৮ বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ১৮ নেতা বহিষ্কার

পাবনার আটঘরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৮ চেয়ারম্যান প্রার্থী ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগ এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের নির্দেশনা মোতাবেক দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান বলেন, ‘২৬ ডিসেম্বর উপজেলার ৫ ইউপি ও ১টি পৌরসভায় ভোট। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী না হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। পাশাপাশি যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাঁদের প্রার্থিতা প্রত্যাহারে জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। তা মেনে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। আবার অনেকে করেননি। প্রার্থিতা প্রত্যাহার না করায় ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী মো. ইশারত আলী, পৌর আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চাঁদভা ইউপিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান টটুল, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী কে. এম শাহীন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. লিয়াকত হোসেন আলাল সরদার, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম মুকুল, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুল্লাহ মোল্লা।

এ ছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী, কার্যকরী সদস্য মো. খোরশেদ আলম, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মুরশেদ আলী খান, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান লিটনসহ দেবোত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত