Ajker Patrika

সেতু থেকে লাফ দেওয়া তরুণীর লাশ উদ্ধার

প্রতিনিধি, কেরানীগঞ্জ
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৪: ২৭
সেতু থেকে লাফ দেওয়া তরুণীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জে চীন–মৈত্রী সেতু (বুড়িগঙ্গা প্রথম সেতু) থেকে বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে আত্মহত্যা করা নুসরাত আক্তার মালার (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেতুটির ওপর থেকে লাফ দেন নুসরাত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিহত নুসরাতের মা রুমা বেগম গত শুক্রবার বলেন, ‘আমার মেয়ের স্বামী মজিবর যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করেছে। আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এর বিচার চাই।’ বৃহস্পতিবার রাতে ওই তরুণী তাঁর স্বামীর সঙ্গে সেতুর ওপর আসেন।

পরে তাঁদের দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে ওই তরুণী সেতু থেকে নদীতে লাফ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত