সদস্য নির্বাচিত হলেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ১২: ৩০
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫: ৫৮

বরিশাল বিভাগের ছয় জেলার জেলা পরিষদ নির্বাচনে কিছু সদস্য আগেই বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। বাকিরা গতকাল ভোটে নির্বাচিত হন। প্রতিনিধিদের পাঠানো খবর:

গতকাল সোমবার বরিশালে ৭টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ৭টি ওয়ার্ডে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে (বাকেরগঞ্জ) ইমাম হোসেন মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে (বরিশাল সদর) শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে (বাবুগঞ্জ) মাইনুল হোসেন পারভেজ, ৪ নম্বর ওয়ার্ডে (মুলাদী) অ্যাডভোকেট এম এ বারি, ৫ নম্বর ওয়ার্ডে (বানারীপাড়া) মামুনুর রশিদ স্বপন, ৬ নম্বর ওয়ার্ডে (হিজলা) শাহাবুদ্দিন পণ্ডিত, ৭ নম্বর ওয়ার্ডে (মেহেন্দীগঞ্জ) জিল্লুর রহমান। এ ছাড়া ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শিউলি রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ডালিয়া মুনমুন ভোটে গতকাল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে ৮ নম্বর ওয়ার্ডে পিয়ারা বেগম, ৯ নম্বর ওয়ার্ডে হারুন হাওলাদার এবং ১০ নম্বর ওয়ার্ডে অশোক কুমার হালদার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আইরিন রেজা ও ৪ নম্বর ওয়ার্ডে মুক্তি রানী দাস বিনা ভোটে আগেভই নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী এ এইচ এম খাইরুল আলম সরফরাজ (রাজাপুর), এস এম ফয়জুল আলম সিদ্দিকী (কাঠালিয়া) এবং রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে জাহানারা হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজি মো. সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

পিরোজপুরে নাজিরপুর উপজেলায় সাধারণ সদস্য পদে সুলতান মাহমুদ নির্বাচিত হন। নেছারাবাদে জাকারিয়া খান স্বপন, পিরোজপুর সদরে মো. ওসমান সিকদার, ইন্দুরকানীতে মো. মনিরুজ্জামান হাওলাদার, কাউখালীতে মো. মহিদুল ইসলাম, ভান্ডারিয়ায় মো. লিয়াকত হোসেন তালুকদার, মঠবাড়িয়ায় আজীম উল হক বিজয়ী হন।সংরক্ষিত নারী আসনে নাজিরপুর-নেছারাবাদে জেসমিন আক্তার ময়না, পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালীতে রোজিনা বেগম এবং ভান্ডারিয়া-মঠবাড়িয়ায় রোকেয়া বেগম নির্বাচিত হন।

ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য খাদিজা আকতার স্বপ্না (ভোলা সদর), ২ নম্বর ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন, (লালমোহন), ৩ নম্বর ওয়ার্ডে কামরুন নাহার (মনপুরা), ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য নজরুল ইসলাম গোলদার, ২ নম্বর ওয়ার্ডে মো. খায়রুল হাসান খোকন , ৩ নম্বর ওয়ার্ডে নুরুল আমিন নিরব মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে মো. হাসান, ৫ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম রিপন, ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন এ কে এম শাহজাহান।

পটুয়াখালী সদর উপজেলায় ইঞ্জিনিয়ার জামাল হোসেন, মির্জাগঞ্জে আবদুল্লাহ আল জাবির, দুমকিতে বাবু গাজী, দশমিনায় গাজী মিজানুর রহমান, গলাচিপায় মাইনুল ইসলাম রনো, রাঙ্গাবালীতে মশিউর রহমান শিমুল, কলাপাড়ায় ফিরোজ শিকদার ও বাউফলে শাহজাহান সিরাজ বিজয়ী হয়েছেন।

এদিকে পটুয়াখালী, দুমকি ও মির্জাগঞ্জে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নুরুন্নাহার শেলী, বাউফল ও দশমিনায় সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কামরুন্নাহার ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। এ ছাড়া কলাপাড়া গলাচিপা ও রাঙ্গাবালী সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিলকিস জাহান।

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় মো. মোজাম্মেল হক, আমতলী উপজেলায় আহুরুজ্জামান খান আলমাছ, পাথরঘাটায় এনামুল হোসাইন, তালতলীতে আবুল কালাম সিকদার ও বেতাগীতে বাবুল আকতার সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত দুটি নারী আসনের বরগুনা-আমতলী-তালতলীতে জেসমিন আলম এবং পাথরঘাটা-বামনা বেতাগীতে শিমু আক্তার নির্বাচিত হয়েছেন।  বামনায় বিনা ভোটে সাধারণ সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর হোসেন মোল্লা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত