Ajker Patrika

তাপের সঙ্গে আর্দ্রতাও বেশি, ভুগছেন শ্রমজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯: ১৭
তাপের সঙ্গে আর্দ্রতাও বেশি, ভুগছেন শ্রমজীবীরা

সূর্যের আগ্রাসী তেজে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা বাড়াচ্ছে অস্বস্তি। প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভুগছে শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তারা না পারছে ঘরে বসে থাকতে, আবার না পারছে স্বাভাবিক সময়ের মতো কাজ করতে। 

আগে সকাল আটটায় বের হয়ে বিকেল চারটা-পাঁচটা পর্যন্ত রিকশা চালাতেন রিকশাচালক মোশাররফ মিয়া। ২০ বছর ধরে এই রুটিন মেনেই রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা নিয়ে ছুটতেন তিনি। প্রচণ্ড গরমের কারণে তিনি এখন চার-পাঁচ ঘণ্টার বেশি রিকশা চালাতে পারেন না। এতে তাঁর আয়ও কমে এসেছে। তাঁর ভাষায়, ‘রিকশা চালাইয়া দিনে হাজার টাকার মতো ইনকাম হইতো। এহন সেইটা পাঁচ শতে নামছে। গরমে চাইর-পাঁচ ঘণ্টার বেশি রিকশা টানা যায় না। প্যাডেল টানতে হাড্ডি-মাংস সব চুইষা আসে। সূর্য ডুবলেও গরমের ত্যাজ কমে না।’

আবহাওয়াবিদেরা বলছেন, চলমান তাপপ্রবাহে গরম বেশি অনুভূত হওয়ার আরেকটি কারণ হলো বাতাসে আর্দ্রতা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করছে। এটা আরও কয়েক দিন থাকবে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসের আর্দ্রতা দিয়ে পরিমাপ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা আবহাওয়ার পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর্দ্রতা বেশি হলে বেশি গরম অনুভূত হয়; কারণ, তা ঘামের মাধ্যমে শরীরের তাপ বের করে দেওয়ার প্রক্রিয়াটির কার্যকারিতা কমিয়ে দেয়।

আবহাওয়াবিদেরা জানান, বৈশাখে তাপমাত্রা বেশি থাকে, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। অন্যদিকে, ভাদ্র-আশ্বিন মাসে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকে। এ বছর বৈশাখ মাসেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকছে। ফলে গরম বেশি অনুভূত হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, আর সন্ধ্যা ছয়টায় ৫১ শতাংশ। 

বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ঢাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দেশের আরও ১৫ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল। আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আরও অসহ্য গরম অনুভূত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা কমে যেতে পারে। 

৬ কৃষক-শ্রমিকের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে গতকাল সারা দেশে অন্তত ছয়জন শ্রমজীবী মানুষের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটির রাস্তা সংস্কার করার সময় মারা যান লতিফা বেগম (৪০) নামের এক শ্রমিক। পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজার (পূর্বপাড়া) এলাকায় গতকাল দুপুরে জমি দেখে বাড়িতে ফেরার পর মারা যান আবু জাফর (৭০) নামের এক কৃষক। নোয়াখালীর সুবর্ণচরে নিজের জমিতে ধান কাটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে মহিব উল্যাহ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশে প্রচণ্ড দাবদাহে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে মারা যান মানিক মিয়া (৫০) নামের এক দিনমজুর। এ ছাড়া কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ কালু (৫০) নামের এক দিনমজুর এবং মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারকেলগাছ পরিষ্কার করে ফেরার পথে মারা যান নুরুল মিয়া (৫০) নামের এক দিনমজুর। এই কৃষক-মজুরদের সবাই হিট স্ট্রোকে মারা গেছেন বলে পরিবারের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত