বিনোদন ডেস্ক
‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড বলে কথা! স্পেশাল তো হতেই হবে। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে নিয়ে এলেন অমিতাভ। হাজির হচ্ছেন অমিতাভের মেয়ে শ্বেতা ও নাতনি নভ্যা নভেলি নন্দা। শ্বেতাকে ক্যামেরার সামনে আগে খুব একটা পাওয়া যায় না। এই বিশেষ পর্বে তাঁর মুখ থেকে শোনা যাবে পরিবারের অনেক অজানা গল্প, যা শোনার জন্য অধীর আগ্রহে দর্শক। আগামী ৩ ডিসেম্বর দেখা যাবে বিশেষ এই পর্ব।
জীবন বদলের শো
কোটি টাকা পেয়ে জীবন বদলে যাবে সেটাই তো স্বাভাবিক। কেবিসির প্রথম কোটিপতি হর্ষবর্ধন। পুরস্কার জেতার পরে তিনি যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন। বর্তমানে ভারতে ভালো বেতনে চাকরি করছেন। সিজন ৮-এ দুই ভাই জিতেছিলেন ৭ কোটি রুপি। দিল্লির এই দুই ভাই পুরস্কারে জেতা অর্থ তাঁদের মায়ের ক্যানসারের চিকিৎসার কাজে লাগিয়েছেন। পেশায় শিক্ষক তাজ ৭ কোটি রুপি জিতে মেয়ের চোখের চিকিৎসা করিয়েছেন, বানিয়েছেন বাড়ি। ক্যানসারজয়ী মেঘনা ১ কোটি রুপি জিতে নিজের চিকিৎসা করিয়েছেন। প্রথম নারী হিসেবে কেবিসিতে ৫ কোটি রুপি জিতে রেকর্ড গড়েছিলেন সানমিত। তিনি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন পুরস্কারের অর্থ দিয়ে।
তারকাদের ভিড়
তারার মেলা এই শোয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কে আসেননি এই শোয়ে! শচীন থেকে আলিয়া, শাহরুখ থেকে যুবরাজ—ভারতের সব ক্ষেত্রের ছোট-বড় তারকা হাজির হয়েছেন এই শোয়ে।
অন্য ভাষায় কেবিসি
কেবিসির অনুকরণে বিভিন্ন ভাষায় আরও অনেক গেম শো শুরু হয়। তার মধ্যে একটি তো সবারই জানা। সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় ‘কে হবে বাংলার কোটিপতি’। বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ‘কে বানে ক্রোড়পতি’ নামে ভোজপুরীতে করেছিলেন শোটি। বাংলাদেশে আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় হয়েছিল ‘কে হতে চায় কোটিপতি’।
অমিতাভের অসুস্থতা
‘কেবিসি সিজন ২’ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে সিজনটি ৮৫ দিনের জায়গায় ৬৯ দিনে শেষ হয়। এ কারণে ‘সিজন ৩’-এ শাহরুখ খানকে সঞ্চালক হিসেবে দেখা যায়।
আকর্ষণীয় ট্যাগলাইন
‘কেবিসি সিজন ১’-এর অভাবনীয় সাফল্যের পর ‘কই সওয়াল ছোটা নেহি হোতা’ ও ‘উমিদ সে দুগনা’র মতো অভিনব উক্তি দর্শকদের মন জয় করে নিয়েছিল। এ বছর ‘জওয়াব আপ হি হো’ স্লোগান নিয়ে চলছে চলতি মৌসুম।
অদ্ভুত যত নিয়ম
‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড বলে কথা! স্পেশাল তো হতেই হবে। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে নিয়ে এলেন অমিতাভ। হাজির হচ্ছেন অমিতাভের মেয়ে শ্বেতা ও নাতনি নভ্যা নভেলি নন্দা। শ্বেতাকে ক্যামেরার সামনে আগে খুব একটা পাওয়া যায় না। এই বিশেষ পর্বে তাঁর মুখ থেকে শোনা যাবে পরিবারের অনেক অজানা গল্প, যা শোনার জন্য অধীর আগ্রহে দর্শক। আগামী ৩ ডিসেম্বর দেখা যাবে বিশেষ এই পর্ব।
জীবন বদলের শো
কোটি টাকা পেয়ে জীবন বদলে যাবে সেটাই তো স্বাভাবিক। কেবিসির প্রথম কোটিপতি হর্ষবর্ধন। পুরস্কার জেতার পরে তিনি যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন। বর্তমানে ভারতে ভালো বেতনে চাকরি করছেন। সিজন ৮-এ দুই ভাই জিতেছিলেন ৭ কোটি রুপি। দিল্লির এই দুই ভাই পুরস্কারে জেতা অর্থ তাঁদের মায়ের ক্যানসারের চিকিৎসার কাজে লাগিয়েছেন। পেশায় শিক্ষক তাজ ৭ কোটি রুপি জিতে মেয়ের চোখের চিকিৎসা করিয়েছেন, বানিয়েছেন বাড়ি। ক্যানসারজয়ী মেঘনা ১ কোটি রুপি জিতে নিজের চিকিৎসা করিয়েছেন। প্রথম নারী হিসেবে কেবিসিতে ৫ কোটি রুপি জিতে রেকর্ড গড়েছিলেন সানমিত। তিনি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন পুরস্কারের অর্থ দিয়ে।
তারকাদের ভিড়
তারার মেলা এই শোয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কে আসেননি এই শোয়ে! শচীন থেকে আলিয়া, শাহরুখ থেকে যুবরাজ—ভারতের সব ক্ষেত্রের ছোট-বড় তারকা হাজির হয়েছেন এই শোয়ে।
অন্য ভাষায় কেবিসি
কেবিসির অনুকরণে বিভিন্ন ভাষায় আরও অনেক গেম শো শুরু হয়। তার মধ্যে একটি তো সবারই জানা। সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় ‘কে হবে বাংলার কোটিপতি’। বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ‘কে বানে ক্রোড়পতি’ নামে ভোজপুরীতে করেছিলেন শোটি। বাংলাদেশে আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় হয়েছিল ‘কে হতে চায় কোটিপতি’।
অমিতাভের অসুস্থতা
‘কেবিসি সিজন ২’ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে সিজনটি ৮৫ দিনের জায়গায় ৬৯ দিনে শেষ হয়। এ কারণে ‘সিজন ৩’-এ শাহরুখ খানকে সঞ্চালক হিসেবে দেখা যায়।
আকর্ষণীয় ট্যাগলাইন
‘কেবিসি সিজন ১’-এর অভাবনীয় সাফল্যের পর ‘কই সওয়াল ছোটা নেহি হোতা’ ও ‘উমিদ সে দুগনা’র মতো অভিনব উক্তি দর্শকদের মন জয় করে নিয়েছিল। এ বছর ‘জওয়াব আপ হি হো’ স্লোগান নিয়ে চলছে চলতি মৌসুম।
অদ্ভুত যত নিয়ম
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে