দুই বছরেও হয়নি সংযোগ সড়ক

আরিফুল হক তারেক, মুলাদী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪২
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ১৪

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর সেতু নির্মাণের দুই বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ উপজেলার সাধারণ মানুষ। আগে চলাচলের জন্য নদীতে নৌকা ছিল। সেতু হওয়ার পরে নৌকায় পারাপার বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক না হওয়ায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হচ্ছে নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের।

জানা গেছে, উপজেলার পার্শ্ববর্তী কালকিনি হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ দ্রুত ও উন্নত করতে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়। নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ করা শেষ হয় ২০১৯ সালে।

সংযোগ সড়ক না হওয়ায় দুই বছরেও উদ্বোধন করা হয়নি সেতুটি। তবে উদ্বোধন না হলেও জন সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেই সঙ্গে নদীতে চলাচলের নৌকা বন্ধ হয়ে যায়।

নাজিরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সেতুর হওয়ার পরে সংযোগ সড়কের জন্য টাকা বরাদ্দ হয়েছিল শুনেছিলাম। সড়কে বালু দিয়ে ভরাট করা হয়েছিল। বর্ষায় বালু নেমে গেছে। এর পর আর কোনো কাজ হয়নি। অসুস্থ ও বৃদ্ধদের পার হতে হলে অনেক কষ্ট হয়।

নাজিরপুরের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন। মানুষের আশা ছিল সেতু হলে নৌকা পারাপারের দুর্ভোগ কমবে। কিন্তু সেতু হওয়ার পরে নৌকা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে। কোনো কোনো জায়গায় মাটি না থাকায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হয়।

উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, নতুন ভাবে প্রায় ৭ কোটি টাকার দরপত্র দেওয়া হবে সংযোগ সড়কের। আশা করা যায় আগামী অর্থ বছরের আগেই এই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সংযোগ সড়কের নকশায় কিছুটা ত্রুটি ছিল। ওই অবস্থায় সংযোগ সড়কটি করা হলে বিলীন হয়ে যেত। এখন নতুন করে নকশা পরিবর্তন করে সড়ক করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত