পাটকেলঘাটায় এক বছরেও সংস্কার হয়নি ভাঙা কালভার্ট

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০৬: ৪৪
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ১৭

সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের হাইস্কুল রোডের প্রবেশদারের কালভার্টের একপাশ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার এক বছর পার হলেও সংস্কার করা হয়নি কালভার্টটি। এতে ঝুঁকি নিয়েই অপর পাশ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টটির এক পাশ ভাঙা। পথচারীরা ঝুঁকি নিয়ে কোনোমতে যাতায়াত করছেন। যেকোনো সময় বোঝাই মিনি ট্রাক বা ভ্যান উল্টে পড়ে যেতে পারে ভেঙে যাওয়া অংশে। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখনো সংস্কার করা হয়নি ভাঙা অংশটি। ফলে সড়কটিতে পূর্বে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করলেও বর্তমানে অচল হওয়ার উপক্রম।

স্থানীয় বাসিন্দা ইন্তাজ আলী বলেন, ‘ব্যস্ততম এ সড়কটির কালভার্টটি প্রায় এক বছর আগে একাংশের ঢালাই ভেঙে যায়। এরপর থেকে এলাকাবাসী কোনো রকমে অপর পাশ দিয়ে চলাচল করে আসছে। কিন্তু বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। বর্তমানে কালভার্টটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অপর অংশও ভেঙে যেতে পারে যেকোনো দিন।’

ইন্তাজ আলী আরও বলেন, ‘প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে চলাচল করাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। এ ছাড়া সন্ধ্যার পরে অপরিচিত লোকজন এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ নিতেন তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না জনগণের।’

পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই জানান, জনগণের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি কালভার্টসহ রাস্তার কাজ শুরু হবে।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ব্যস্ততম সড়কটির ভাঙা অংশটির জন্য বরাদ্দ হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত