পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা

শায়েস্তাগঞ্জ ও বাহুবল প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮: ৩৬
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও বাহুবলে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক মো. পারভেজ মিয়া। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শায়েস্তাগঞ্জের ড্রাইভার বাজারের মায়ের দোয়া বেকারীকে ২৫ হাজার, রিনা বেগম জুস ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‘আমরা কাউকে ছাড় দেব না। যারা নিয়ম বহির্ভূত কার্যক্রমে যুক্ত থাকবে তাঁদের আইনের আওতায় নিয়ে আসব।’

অপর দিকে গত মঙ্গলবার বাহুবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের নেতৃত্বে খাবারের দোকান ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রেস্টুরেন্টগুলোকে পরবর্তীতে একই অভিযোগের প্রমাণ মিললে কারাদণ্ড প্রদানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত