ঝুলন্ত লাশ উদ্ধার গোপনে দাফনচেষ্টা

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৫৫
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৩

দাউদকান্দিতে রাব্বি হোসেন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে পরিবারের লোকজন চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যরা গোপনে লাশ দাফন করার চেষ্টা করেন।

উপজেলার গোয়ালমারি ইউনিয়নের জামালকান্দি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। রাব্বি উপজেলার এই গ্রামের অলিউল্লাহর ছেলে এবং এ বছর সে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেছে।

রাব্বির বাবা অলিউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন তিনি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। ফিরে এসে দেখেন বাড়িতে চিৎকার-চেঁচামেচি পড়ে গেছে।

ঘরে ঢুকে দেখেন, ঘরের দরজার কাঠের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রাব্বি ঝুলছে। এ সময় তিনি স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে না জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন তাঁরা।

বাবা আরও বলেন, ‘কী কারণে রাব্বি গলায় ফাঁস দিয়েছে তা বুঝতে পারছি না।’

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক নাজমুল রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, প্রশাসনকে না জানিয়ে লাশের দাফন কাজ শেষ করার চেষ্টা করেছিল পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ময়নাতদন্তের পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত