হোমনা প্রতিনিধি
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে