Ajker Patrika

ধানের বদলে তরমুজের চাষ

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১: ২৫
ধানের বদলে তরমুজের চাষ

আবহাওয়া অনুকূলে থাকায় ডুমুরিয়া উপজেলায় এ বছর তরমুজ উৎপাদনের রেকর্ড হয়েছে। বিগত বছরের চেয়ে বেশি তরমুজ চাষ হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। অনেক চাষি এবার ধানের পরিবর্তে তরমুজের চাষ করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অল্প সময়ে বেশি ফলনে মৌসুমি ফল তরমুজের বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় ভূমি নদী বিধৌত পলি মাটির আস্তরণে তরমুজ চাষের উপযোগী। যে কারণে ঝুঁকি নিয়েই প্রতি বছর আবাদ করেন কৃষক।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে যা গত মৌসুমের চেয়ে ১৫০ হেক্টর বেশি।

উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি গ্রামের কৃষক নারায়ণ মণ্ডল বলেন, ধানের পরিবর্তে এ মৌসুমে তরমুজের চাষ করছি। প্রতি বছর হারির এ ঘেরে মাছ ও ধানের চাষ করে আসছি। কয়েক বছর ধরে মাছ ও ধানে বেশি সুবিধা করতে পারছি না। তাই উপজেলা কৃষি অফিসের পরামর্শে তরমুজের চাষ শুরু করা হয়েছে। তরমুজের গাছের অবস্থা খুব ভালো এবং বেশিরভাগ গাছে ফুল ও ফল দেখা যাচ্ছে। তিনি বলেন, আবহাওয়া যদি পক্ষে থাকে তাহলে তরমুজের ফলন ভালো হবে বলে মনে হচ্ছে। তবে কিছু গাছের আগার দিকে পচন রোগ দেখা দিয়েছে। যে কারণে কিছুটা মন খারাপ হয়ে পড়েছে। তবে কৃষি অফিসের লোক এসে দেখে চিকিৎসার জন্য ব্যবস্থা দিয়েছেন। সেভাবে আমি ওষুধ প্রয়োগ করছি। বাকি ভগবানের ইচ্ছা।

কৃষি উপসহকারী নিবেদিতা হালদার বলেন, আমার ব্লকে ওই তরমুজ খেতের খোঁজ খবর প্রায়ই নিয়ে থাকি। পাশাপাশি আমার সহকর্মী মাধবকাটি ব্লকের নিভা রানি কবিরাজের ব্লকের কৃষক সেই সুবাদে তিনিও মাঝেমধ্যে তরমুজ খেতের খোঁজ খবর নিয়ে কৃষককে পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত