Ajker Patrika

শীত কম, বদলগাছীতে আলুর ভালো ফলনের আশা কৃষকের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৩৬
শীত কম, বদলগাছীতে আলুর ভালো ফলনের আশা কৃষকের

নওগাঁর বদলগাছীতে আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। উপজেলার প্রতিটি এলাকায় মাঠজুড়ে এখন আলুগাছের সবুজ পাতায় ভরে গেছে। শীত কম ও ঘন কুয়াশা না থাকায় আলুগাছের বৃদ্ধি ভালো। এতে ভালো ফলন পাওয়ার বিষয়ে আশাবাদী কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এরই মধ্যে জমিতে উফশী (ডায়মন্ড, কার্ডিনাল, এস্ট্রকি)সহ দেশি জাতের আলু চাষাবাদ করা হয়েছে।

সরেজমিন দেখে গেছে, উপজেলার আটটি ইউনিয়নে আলু চাষাবাদ করা হয়েছে। আলুখেতে কাজ করছেন চাষিরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ আলুগাছের সারিতে মাটি তোলা ও সরানোর কাজ করছেন। আবার কেউ দিচ্ছেন সার। কেউবা ছত্রাক, রোগবালাই ও কুয়াশা থেকে আলুর গাছ বাঁচাতে কীটনাশক ছিটাচ্ছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রোপণ করার পর শীত কম পড়ায় ও ঘন কুয়াশা না থাকায় আলুগাছের বৃদ্ধির ভালো।

উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি এলাকার আলুচাষি পবন বলেন, ‘এ বছর আমি চার বিঘা জমিতে আলু চাষ করেছি। ইতিমধ্যে জমিতে দুবার সেচ দিয়েছি। একবার কীটনাশক ছিটিয়েছি। এখন আলুর জমিতে (টপ ড্রেসিং) গাছের সারিগুলোর মাটি সরিয়ে সার দিয়ে পুনরায় মাটি তুলে দিচ্ছি। আশা করছি এবার আলুর ভালো ফলন পাব।’

উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের সুইট বলেন, আবহাওয়া অনুকূল থাকলে আলুর গাছ নষ্ট হওয়ার ভয় কম থাকে। জমিতে কীটনাশকও কম ছিটাতে হয়। এতে আলুর গুণগত মান ঠিক থাকে; ফলনও ভালো হয়। গত বছর প্রতি শতাংশে প্রায় তিন মণ আলু হয়েছে। তবে গত বছর আলুর আশানুরূপ দাম পাননি তিনি। তারপরও এ মৌসুমে তিনি প্রায় দুই একর জমিতে আলু চাষ করেছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত আলুখেতে তেমন কোনো রোগবালাইয়ের প্রকোপ দেখা যাচ্ছে না। কৃষি অফিস থেকে উপজেলার কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবারও আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত