Ajker Patrika

নবনির্বাচিতের কার্যক্রম স্থগিতের দাবি পরাজিত প্রার্থীর

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৩
নবনির্বাচিতের কার্যক্রম স্থগিতের দাবি পরাজিত প্রার্থীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে ভোট গণনায় অনিয়ম এনে আদালতে মামলা দায়ের করেছেন এক কাউন্সিলর প্রার্থী। এ ঘটনায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নবনির্বাচিত কাউন্সিলরের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার বেলা ১১টায় বন্দরের নবীগঞ্জে আয়োজিত এ সংবাদ সম্মেলনে করেন ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করা মোহাম্মদ খোকন। তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের ৫টি কেন্দ্রে আমার ঝুড়ি প্রতীকে ২ হাজার ২২২ ভোট পাই। বিপরীতে বর্তমান কাউন্সিলর আফজাল ২ হাজার ১৫০ ভোট পান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনায় কারসাজি করে রাত ৮টায় পোলিং এজেন্ট বের করে দিয়ে ফল ঘোষণা করে। আমি পুনর্গণনার দাবি জানালেও তাঁরা কোনো সহায়তা করেননি। উল্টো পুলিশ-বিজিবি দিয়ে লাঠিপেটা করা হয় আমার কর্মীদের।’

মোহাম্মদ খোকন বলেন, ‘নির্বাচনের পর একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান পাইনি। বাধ্য হয়ে ৯ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা জজ নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেছি। এ মামলায় বিবাদী করা হয়েছে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সচিব, নির্বাচিত কাউন্সিলরসহ ১৫ জনকে।’

এ প্রার্থী আরও বলেন, এ ঘটনার পর আদালত কাউন্সিলর আফজাল হোসেনের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না—এ মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বাদী খোকন ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন। তাঁর প্রধান প্রতিপক্ষ ও নির্বাচিত কাউন্সিলর আফজাল হোসেন ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত