নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
ম্যাচের ফাঁকে ফাঁকে আইসিসি ‘ম্যাজিক মোমেন্ট’ নামের ছোট্ট একটা পর্ব দেখাচ্ছে টেলিভিশনে। গতকাল সেই ম্যাজিক মোমেন্টে দেখা গেল ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুটি সেঞ্চুরির দৃশ্য। এর মধ্যে একটি সেঞ্চুরি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে।
আরেকটি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে আরেকটি লড়াইয়ে দলে থেকেও মাহমুদউল্লাহ হয়ে রইলেন ‘দর্শক’! ধর্মশালার নেটে গত পরশু ঝাড়া দুই ঘণ্টা ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পাশের নেটেই মুশফিকুর রহিমকে টানা বোলিং করে যাচ্ছিলেন শেখ মেহেদী হাসান। পরশু অনুশীলনের যে দৃশ্যপট ছিল, তাতে ইঙ্গিত মিলছিল বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ৬ নম্বর বোলার না থাকা নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ৬ নম্বর বোলারের সমাধান বাংলাদেশ করেছে শেখ মেহেদীকে একাদশে রেখে। তাঁকে জায়গা দিতে একাদশের বাইরে মাহমুদউল্লাহ।
ইংলিশ ব্যাটিং লাইনআপের বেশির ভাগ ডান হাতি ব্যাটার হওয়ার পরও নাসুম আহমেদের জায়গা হয়নি ব্যাটিং দক্ষতায় মেহেদী কিছুটা এগিয়ে থাকায়। আবার ব্যাটিং দক্ষতায় এগিয়ে থেকেও মাহমুদউল্লাহ মেহেদীর সঙ্গে এই প্রতিযোগিতায় পারেননি টিম ম্যানেজমেন্টের ‘বোলিং অপশন’ বিবেচনায়। মেহেদী অবশ্য টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি, ৭১ রানে ৪ উইকেট নিয়ে গতকাল বোলিং ব্যর্থতার দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।
গত ছয় মাসে নিয়মিত দলের বাইরে থাকায় মাহমুদউল্লাহর প্রতি জনসমর্থন বাড়ছিল হু হু করে। তবু বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া কঠিনই ছিল। মাহমুদউল্লাহ এতে হতোদ্যম না হয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন সব সময়। টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় যে কজনকে সুযোগ দিয়েছিল, তাদের টানা ব্যর্থতায় শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ জায়গা করে নেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর তাঁর এখন একাদশের বাইরে থাকার অভিজ্ঞতা হচ্ছে—ক্যারিয়ারজুড়ে এমন কত অভিজ্ঞতাই তো হলো। এতে সাময়িক মন খারাপ হলেও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের যেকোনো পরিস্থিতিতে ইতিবাচকই থাকার কথা।
ম্যাচের ফাঁকে ফাঁকে আইসিসি ‘ম্যাজিক মোমেন্ট’ নামের ছোট্ট একটা পর্ব দেখাচ্ছে টেলিভিশনে। গতকাল সেই ম্যাজিক মোমেন্টে দেখা গেল ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুটি সেঞ্চুরির দৃশ্য। এর মধ্যে একটি সেঞ্চুরি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে।
আরেকটি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে আরেকটি লড়াইয়ে দলে থেকেও মাহমুদউল্লাহ হয়ে রইলেন ‘দর্শক’! ধর্মশালার নেটে গত পরশু ঝাড়া দুই ঘণ্টা ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পাশের নেটেই মুশফিকুর রহিমকে টানা বোলিং করে যাচ্ছিলেন শেখ মেহেদী হাসান। পরশু অনুশীলনের যে দৃশ্যপট ছিল, তাতে ইঙ্গিত মিলছিল বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ৬ নম্বর বোলার না থাকা নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ৬ নম্বর বোলারের সমাধান বাংলাদেশ করেছে শেখ মেহেদীকে একাদশে রেখে। তাঁকে জায়গা দিতে একাদশের বাইরে মাহমুদউল্লাহ।
ইংলিশ ব্যাটিং লাইনআপের বেশির ভাগ ডান হাতি ব্যাটার হওয়ার পরও নাসুম আহমেদের জায়গা হয়নি ব্যাটিং দক্ষতায় মেহেদী কিছুটা এগিয়ে থাকায়। আবার ব্যাটিং দক্ষতায় এগিয়ে থেকেও মাহমুদউল্লাহ মেহেদীর সঙ্গে এই প্রতিযোগিতায় পারেননি টিম ম্যানেজমেন্টের ‘বোলিং অপশন’ বিবেচনায়। মেহেদী অবশ্য টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি, ৭১ রানে ৪ উইকেট নিয়ে গতকাল বোলিং ব্যর্থতার দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।
গত ছয় মাসে নিয়মিত দলের বাইরে থাকায় মাহমুদউল্লাহর প্রতি জনসমর্থন বাড়ছিল হু হু করে। তবু বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া কঠিনই ছিল। মাহমুদউল্লাহ এতে হতোদ্যম না হয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন সব সময়। টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় যে কজনকে সুযোগ দিয়েছিল, তাদের টানা ব্যর্থতায় শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ জায়গা করে নেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর তাঁর এখন একাদশের বাইরে থাকার অভিজ্ঞতা হচ্ছে—ক্যারিয়ারজুড়ে এমন কত অভিজ্ঞতাই তো হলো। এতে সাময়িক মন খারাপ হলেও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের যেকোনো পরিস্থিতিতে ইতিবাচকই থাকার কথা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে