Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ১৫
বিদ্রোহী প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী সরদার সাইফুজ্জামান বুলবুল রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্রে সাইফুজ্জামান উল্লেখ করেন, আওয়ামী লীগের প্রার্থী কাজী আবুল কালাম সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে লাঠি মিছিল করছেন। এ ছাড়াও তাঁর সমর্থকদের মারপিট, ভয়ভীতিসহ বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন।

সাইফুজ্জামান বলেন, ‘আমি যেখানে গণসংযোগ করতে যাই সেখানেই ওরা দলবলসহ লাঠিসোঁটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত শনিবার সন্ধ্যায় ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় আমার ব্যবহৃত মাইক্রোবাসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আমি গাড়ির গ্লাস আটকিয়ে কোনো রকম প্রাণ রক্ষা করে পালিয়ে এসেছি। তাঁর অভিযোগ, ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৯ জনের নেতৃত্বে একটি লাঠিয়াল বাহিনী তৈরি করেছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী আবুল কালাম। এদের কাজ আমার সমর্থকেরা কোথাও ভোট চাইতে গেলে সংঘবদ্ধ হয়ে হামলা করা।

আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) কাজী আবুল কালাম বলেন, আমার সমর্থকেরা কাউকে কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না। ভোটারদের কাছে ভোট চাওয়ার অধিকার সবার আছে। ভোটাররা তাঁদের ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন, লাঠি মিছিলের সংবাদ পেয়ে কাজী আবুল কালামকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর এ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত