বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবসকে সুরে সুরে রাঙাতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। নির্বাচিত সে সব গানের খবর থাকছে এই প্রতিবেদনে।
বাপ্পা মজুমদারের ‘কষ্ট সেখানে’
‘তুমি চলে গেছ, কোনো দুঃখ আমার নেই’ এমন কথার নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর-সংগীত বাপ্পার। প্রকাশ পেয়েছে প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।
হাবিব-ইমরানের ‘বোকা মন’
হাবিবের কাছে একসময় সংগীতের পাঠ নিয়েছেন ইমরান মাহমুদুল। এই প্রথমবার ইমরানের সুর সংগীতে গেয়েছেন হাবিব। ‘বোকা মন’ নামের গানটি তাঁর ড্রিম প্রজেক্ট, জানিয়েছেন ইমরান। রঙ্গন মিউজিক থেকে আজ প্রকাশ পাবে গানটি। কথা লিখেছেন রজত ঘোষ।
কনার কণ্ঠে ‘ভালোবেসে সখী’
‘লিভিং রুম সেশন’ নামে নতুন মিউজিক সেশন শুরু করছেন সংগীত পরিচালক পাভেল আরিন। আজ প্রকাশ পাবে প্রথম গান। ‘ভালোবেসে সখী’ রবীন্দ্রসংগীতটিকে নতুন আয়োজনে নিয়ে আসছেন পাভেল। কণ্ঠ দিয়েছেন কনা।
ইমন চৌধুরীর নতুন গান
ভালোবাসা দিবস উপলক্ষে ইমন চৌধুরী গেয়েছেন ‘কখনো মনের ভুলে’। রোহিত সাধুখার লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন। প্রকাশ পেয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এ ছাড়া ইমনের সংগীতে ‘যাস না মেয়ে আমায় ফেলে’ নামের গান প্রকাশ করেছে চরকি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের গান এটি। গেয়েছেন মাহতিম সাকিব ও নন্দিতা।
ন্যান্সির তিন গান
ন্যান্সির কণ্ঠের দুটি গান প্রকাশিত হয়েছে। ‘আলিঙ্গন’ গানটির সুর, সংগীত ও সহশিল্পী হৃদয় খান। লিখেছেন শফিক তুহিন। প্রকাশ পেয়েছে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে। শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ন্যান্সির গাওয়া ‘সাতটি মাস’। সুর করার পাশাপাশি ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এহসান রাহী। কথা রাজু চৌধুরী, সংগীতে সেতু চৌধুরী। এ ছাড়া ‘শুধু দুজনার’ নামের আরেকটি গান আসছে ন্যান্সির। হাসানুজ্জামান মাসুমের লেখা গানে সুর করেছেন কিশোর দাশ। প্রকাশ পাবে প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।
অয়নের ‘খবর নিও’
অয়ন চাকলাদারের নতুন গান ‘খবর নিও’। শান্ত পথিকের লেখা গানটির সুর ও সংগীত আয়োজনও করেছেন অয়ন। গানটি প্রকাশিত হয়েছে অরোরা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
রেহান-কর্নিয়ার ‘খুব আপন করে’
রেহান রাসুলের সঙ্গে প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাকিয়া সুলতানা কর্নিয়া। ‘খুব আপন করে’ শিরোনামের গানটি লিখেছেন এন আই বুলবুল, সংগীত করেছেন রেহান। প্রকাশ পেয়েছে ফ্যামিলি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।
ভালোবাসা দিবসকে সুরে সুরে রাঙাতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। নির্বাচিত সে সব গানের খবর থাকছে এই প্রতিবেদনে।
বাপ্পা মজুমদারের ‘কষ্ট সেখানে’
‘তুমি চলে গেছ, কোনো দুঃখ আমার নেই’ এমন কথার নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর-সংগীত বাপ্পার। প্রকাশ পেয়েছে প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।
হাবিব-ইমরানের ‘বোকা মন’
হাবিবের কাছে একসময় সংগীতের পাঠ নিয়েছেন ইমরান মাহমুদুল। এই প্রথমবার ইমরানের সুর সংগীতে গেয়েছেন হাবিব। ‘বোকা মন’ নামের গানটি তাঁর ড্রিম প্রজেক্ট, জানিয়েছেন ইমরান। রঙ্গন মিউজিক থেকে আজ প্রকাশ পাবে গানটি। কথা লিখেছেন রজত ঘোষ।
কনার কণ্ঠে ‘ভালোবেসে সখী’
‘লিভিং রুম সেশন’ নামে নতুন মিউজিক সেশন শুরু করছেন সংগীত পরিচালক পাভেল আরিন। আজ প্রকাশ পাবে প্রথম গান। ‘ভালোবেসে সখী’ রবীন্দ্রসংগীতটিকে নতুন আয়োজনে নিয়ে আসছেন পাভেল। কণ্ঠ দিয়েছেন কনা।
ইমন চৌধুরীর নতুন গান
ভালোবাসা দিবস উপলক্ষে ইমন চৌধুরী গেয়েছেন ‘কখনো মনের ভুলে’। রোহিত সাধুখার লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন। প্রকাশ পেয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এ ছাড়া ইমনের সংগীতে ‘যাস না মেয়ে আমায় ফেলে’ নামের গান প্রকাশ করেছে চরকি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের গান এটি। গেয়েছেন মাহতিম সাকিব ও নন্দিতা।
ন্যান্সির তিন গান
ন্যান্সির কণ্ঠের দুটি গান প্রকাশিত হয়েছে। ‘আলিঙ্গন’ গানটির সুর, সংগীত ও সহশিল্পী হৃদয় খান। লিখেছেন শফিক তুহিন। প্রকাশ পেয়েছে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে। শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ন্যান্সির গাওয়া ‘সাতটি মাস’। সুর করার পাশাপাশি ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এহসান রাহী। কথা রাজু চৌধুরী, সংগীতে সেতু চৌধুরী। এ ছাড়া ‘শুধু দুজনার’ নামের আরেকটি গান আসছে ন্যান্সির। হাসানুজ্জামান মাসুমের লেখা গানে সুর করেছেন কিশোর দাশ। প্রকাশ পাবে প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।
অয়নের ‘খবর নিও’
অয়ন চাকলাদারের নতুন গান ‘খবর নিও’। শান্ত পথিকের লেখা গানটির সুর ও সংগীত আয়োজনও করেছেন অয়ন। গানটি প্রকাশিত হয়েছে অরোরা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
রেহান-কর্নিয়ার ‘খুব আপন করে’
রেহান রাসুলের সঙ্গে প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাকিয়া সুলতানা কর্নিয়া। ‘খুব আপন করে’ শিরোনামের গানটি লিখেছেন এন আই বুলবুল, সংগীত করেছেন রেহান। প্রকাশ পেয়েছে ফ্যামিলি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে