Ajker Patrika

‘দুষ্টু মনির’ গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬
‘দুষ্টু মনির’ গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ

ত্রিশালে ‘দুষ্টু মনির’ নামে পরিচিত একজনকে গ্রেপ্তার করছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মনির গ্রেপ্তার হওয়ায় খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মনিরের কারণে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। তিনি এলাকায় চুরি, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। সবাই আতঙ্কে থাকত। গ্রেপ্তারের পর মনিরের যেন কঠিন বিচার হয়, প্রশাসনের কাছে সেই দাবি জানিয়েছেন তাঁরা।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল বলেন, মনিরকে পুলিশ গ্রেপ্তার করায় এলাকায় শান্তি বিরাজ করছে। তিনি বিভিন্ন অপরাধে জড়িত। এলাকাটি দুর্গম হওয়ায় তাঁকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছিল না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত