চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প নির্মিত হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে পানি থাকবে সারা বছর। এদিকে, প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন রেহাইচরে মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন তাঁরা। প্রকল্পের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শনে আসেন তাঁরা।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) এস এম রেজাউল মোস্তফা কামাল ও যুগ্ম সচিব (সেচ বিভাগ) এনামুল হক।
চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী বলেন, ভারত থেকে বয়ে আসা মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে সারা বছর পানি থাকবে। মহানন্দা নদী থেকে এসব পানি ব্যবহার করে নদী-তীরবর্তী এলাকার কৃষিকাজে সেচের ব্যবস্থা ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হবে। ফলে কৃষকের খরচ কমবে ও উৎপাদন বাড়বে।
প্রকল্পের পরিচালক ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এই পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ভালো রয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে প্রেরণ করা প্রতিবেদনের ভিত্তিতে কাজ চলমান থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, কাজের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শন করতেই দুই সচিব এসেছিলেন। পানি কমার পর পুনরায় কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের ফলে মহানন্দা নদীর প্রবাহ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকাজে ৮ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা বৃদ্ধি পাবে।
এতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার কৃষি উৎপাদন বাড়বে। ২ কোটি ৩৭ লাখ টাকার মৎস্য উৎপাদনের মাধ্যমে এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সেচ উইংয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসারে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে মহানন্দায় পানি ধরে রেখে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে অধিকতর সেচসুবিধা নিশ্চিত করা যাবে। আর এতে এ অঞ্চলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে। মৎস্য প্রজনন ও আহরণের আরও সুযোগ সৃষ্টি হবে। বদলে যাবে এই এলাকার মানুষের অর্থনৈতিক দৃশ্যপট।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প নির্মিত হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে পানি থাকবে সারা বছর। এদিকে, প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন রেহাইচরে মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন তাঁরা। প্রকল্পের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শনে আসেন তাঁরা।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) এস এম রেজাউল মোস্তফা কামাল ও যুগ্ম সচিব (সেচ বিভাগ) এনামুল হক।
চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী বলেন, ভারত থেকে বয়ে আসা মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে সারা বছর পানি থাকবে। মহানন্দা নদী থেকে এসব পানি ব্যবহার করে নদী-তীরবর্তী এলাকার কৃষিকাজে সেচের ব্যবস্থা ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হবে। ফলে কৃষকের খরচ কমবে ও উৎপাদন বাড়বে।
প্রকল্পের পরিচালক ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এই পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ভালো রয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে প্রেরণ করা প্রতিবেদনের ভিত্তিতে কাজ চলমান থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, কাজের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শন করতেই দুই সচিব এসেছিলেন। পানি কমার পর পুনরায় কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের ফলে মহানন্দা নদীর প্রবাহ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকাজে ৮ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা বৃদ্ধি পাবে।
এতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার কৃষি উৎপাদন বাড়বে। ২ কোটি ৩৭ লাখ টাকার মৎস্য উৎপাদনের মাধ্যমে এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সেচ উইংয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসারে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে মহানন্দায় পানি ধরে রেখে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে অধিকতর সেচসুবিধা নিশ্চিত করা যাবে। আর এতে এ অঞ্চলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে। মৎস্য প্রজনন ও আহরণের আরও সুযোগ সৃষ্টি হবে। বদলে যাবে এই এলাকার মানুষের অর্থনৈতিক দৃশ্যপট।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে