Ajker Patrika

হ্যান্ডব্যাগ কেনার আগে

অনন্যা দাস
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ৪৪
হ্যান্ডব্যাগ কেনার আগে

একটা হ্যান্ডব্যাগ কেনার সময় আপনি ঠিক কী চান? দুর্মূল্যের এই বাজারে মোটামুটি ভালো মানের একটি হ্যান্ডব্যাগ কিনতে গেলে বেশ খানিকটা খরচা করতে হবে আপনাকে। আর এক কাঁড়ি পয়সা খরচ করে যখন একটা ব্যাগ কিনবেন, তখন আপনার বাড়তি প্রত্যাশা নিশ্চয়ই থাকবে সেই ব্যাগের ওপর।

হ্যান্ডব্যাগ বাছাইয়ে মনে রাখবেন
স্থায়িত্ব: দাম দিয়ে ব্যাগ কিনলে আপনি নিশ্চিত চাইবেন সেটি বেশ কিছুদিন টিকুক। ব্যাগ তৈরির উপাদান, এর সেলাই, জিপার ইত্যাদি ভালোভাবে দেখে তবেই সেটা ঘরে আনুন। এসব বিষয় ঠিকঠাক থাকলে আশা করা যায়, আপনি আপনার ব্যাগটি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন।

আকার: আপনি ব্যাগে বেশির ভাগ সময় কোন কোন জিনিস রাখেন, সেটা একটু ভেবে দেখুন। তারপর দেখুন সেগুলো রাখার জন্য ব্যাগে পর্যাপ্ত জায়গা রয়েছে কি না। এবার ব্যাগের আকার নিয়ে চিন্তা করুন। আবার আপনি কোথায় যাচ্ছেন তার ওপর নির্ভর করেও আপনার ব্যাগের আকারে বদল আসতে পারে। যেমন ধরুন, আপনার প্রতিদিনের অফিস ব্যাগ নিশ্চয়ই আপনি কয়েক দিনের ভ্রমণে নিয়ে যাবেন না।

রং: একাধিক পোশাকের সঙ্গে ভালোভাবে মিলবে এমন রঙের ব্যাগ বেছে নেওয়া ভালো। প্রতিটি পোশাকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নতুন নতুন ব্যাগ কেনা একটি অসম্ভব বিষয়। রং বাছাইয়ের ক্ষেত্রে হালকা ও মৌলিক রংকে প্রাধান্য দিন।

কার্যকারিতা: একটি ব্যাগ কেনার আগে তার ভেতরে আপনার জিনিসপত্র ঠিকমতো থাকবে কি না, সেটা বিবেচনায় নিতে ভুলবেন না—বিশেষ করে আপনি যদি একজন শহরের মেয়ে হন বা সাধারণত ভিড় এলাকায় যাতায়াত করে থাকেন, তাহলে ব্যাগ ছিনতাই হয়ে যাওয়া বা ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হওয়ার ভয় থেকে যায়। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জিপার দেওয়া শক্ত হাতলের ব্যাগ ব্যবহার করা ভালো।

বহনযোগ্যতা: একটি ব্যাগ বয়ে বেড়ানোর জন্য তার হাতলের ধরন, অবস্থান এমন অনেক কিছু বিবেচনা করতে হয়। আপনি কি আপনার ব্যাগ কাঁধে নিতে পছন্দ করেন নাকি বাহুতে? আপনার জন্য আদর্শ বহনযোগ্য ব্যাগটি বাছাই করুন।

সূত্র: স্ট্রিট ডাইরেক্টরি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত