বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দায় ফিরছে ওসি হারুন ও ইন্সপেক্টর মলয় চরিত্র। তৈরি হচ্ছে গত বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় কিস্তি। গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘হইচই মিট ২০২২’-এ এমন ঘোষণা দেওয়া হয়।
প্রথম সিরিজে ওসি হারুনের সঙ্গে আলোচিত হয় ইন্সপেক্টর মলয় চরিত্রটিও। তবে চরিত্র দুটোতে এবারও মোশাররফ করিম ও মোস্তাফিজুর নূর ইমরান থাকছেন কি না, তা এখনই বলতে নারাজ নির্মাতা আশফাক নিপুণ।
দ্বিতীয় সিজনও কি পুলিশি থ্রিলার হবে? নাকি নতুন কোনো প্রেক্ষাপটে গল্প বাছাই করা হবে? এ প্রশ্নের উত্তরে হইচইয়ের বাংলাদেশ অংশের প্রধান সাকিব আর খান বলেন, ‘গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্প আগেরটির চেয়ে অনেকটাই আলাদা হবে।’
সিরিজের আলোচিত ‘ওসি হারুন’ চরিত্রটি থাকবে, এটা নিশ্চিত হওয়া গেলেও মোশাররফ করিমসহ আগের সিজনের অভিনয়শিল্পীরা থাকবেন কি না, সে ব্যাপারে মুখ খোলেননি হইচই বাংলাদেশের প্রধান।
সাকিব জানান, এরই মধ্যে সিরিজের দ্বিতীয় সিজনের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময় মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, এ বছর হইচইয়ে মুক্তি পাবে এমন ছয়টি সিরিজের তালিকায় আছে আশফাক নিপুণের ‘মহানগর ২’ ও ‘সাবরিনা’। এ ছাড়া আগেই ঘোষিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’, তানিম নূরের ‘কাইজার’ ও অমিতাভ রেজার ‘বোধ’ থাকছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে রায়হান খানের ‘দৌড়’। এরই মধ্যে দৌড়ের শুটিং শুরু হয়েছে। ‘কাইজার’, ‘কারাগার’ ও ‘বোধ’ শুটিংয়ের জন্য প্রস্তুত। শিগগিরই সিরিজগুলোর শুটিং শুরু হবে।
অনুষ্ঠানে হইচইয়ের শীর্ষ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।
পর্দায় ফিরছে ওসি হারুন ও ইন্সপেক্টর মলয় চরিত্র। তৈরি হচ্ছে গত বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় কিস্তি। গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘হইচই মিট ২০২২’-এ এমন ঘোষণা দেওয়া হয়।
প্রথম সিরিজে ওসি হারুনের সঙ্গে আলোচিত হয় ইন্সপেক্টর মলয় চরিত্রটিও। তবে চরিত্র দুটোতে এবারও মোশাররফ করিম ও মোস্তাফিজুর নূর ইমরান থাকছেন কি না, তা এখনই বলতে নারাজ নির্মাতা আশফাক নিপুণ।
দ্বিতীয় সিজনও কি পুলিশি থ্রিলার হবে? নাকি নতুন কোনো প্রেক্ষাপটে গল্প বাছাই করা হবে? এ প্রশ্নের উত্তরে হইচইয়ের বাংলাদেশ অংশের প্রধান সাকিব আর খান বলেন, ‘গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্প আগেরটির চেয়ে অনেকটাই আলাদা হবে।’
সিরিজের আলোচিত ‘ওসি হারুন’ চরিত্রটি থাকবে, এটা নিশ্চিত হওয়া গেলেও মোশাররফ করিমসহ আগের সিজনের অভিনয়শিল্পীরা থাকবেন কি না, সে ব্যাপারে মুখ খোলেননি হইচই বাংলাদেশের প্রধান।
সাকিব জানান, এরই মধ্যে সিরিজের দ্বিতীয় সিজনের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময় মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, এ বছর হইচইয়ে মুক্তি পাবে এমন ছয়টি সিরিজের তালিকায় আছে আশফাক নিপুণের ‘মহানগর ২’ ও ‘সাবরিনা’। এ ছাড়া আগেই ঘোষিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’, তানিম নূরের ‘কাইজার’ ও অমিতাভ রেজার ‘বোধ’ থাকছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে রায়হান খানের ‘দৌড়’। এরই মধ্যে দৌড়ের শুটিং শুরু হয়েছে। ‘কাইজার’, ‘কারাগার’ ও ‘বোধ’ শুটিংয়ের জন্য প্রস্তুত। শিগগিরই সিরিজগুলোর শুটিং শুরু হবে।
অনুষ্ঠানে হইচইয়ের শীর্ষ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে