Ajker Patrika

ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে বংশী নদীর পানি

সাভার (ঢাকা) প্রতিনিধি
ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে বংশী নদীর পানি

এখনো বংশী নদীর পানি ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। সাভারের চামড়াশিল্প নগরীতে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

গতকাল শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়াশিল্প নগরীতে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাজহারুল ইসলাম।

এ সময় ইউএনও মাজহারুল ইসলাম আরও বলেন, ‘বিসিকের এত বড় প্রজেক্ট করার সক্ষমতা কখনো ছিল না। ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করতেন তাঁরা। এখন এত বড় প্রজেক্ট নিয়ে তাঁরা কাজ করছেন। ধীরে ধীরে এর ল্যাকিংসগুলো সমাধান করে কাজ করে চলছেন তাঁরা। একসময় ইটিপি নিয়ে অনেক কথা হতো, তাঁরা সিইটিপি করেছেন। এটা নিয়ে পরিবেশবাদীসহ অন্যদের এখনো অনেক অভিযোগ আছে। বাস্তবতা হলো, এখনো বংশী নদীর পানি ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে। এটা গিয়ে নবাবগঞ্জেও পড়ছে।’ 
এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ এবং সাভার বিসিকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজওয়ান।

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে সলিডারিটি সেন্টার বাংলাদেশ। বিনা মূল্যের এ ক্যাম্পে দুই শতাধিক ট্যানারি শ্রমিককে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তাঁদের মাঝে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।

এ সময় বিসিক প্রকৌশলী রিজওয়ান বলেন, ‘আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হবে। এ ছাড়া আশপাশের বেসরকারি হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করছি। এ ছাড়া এখানে ২০ শয্যা হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং সলিডারিটি সেন্টার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সেলিম আহসান খান ও নজরুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত