রাত ৯টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২২, ০৮: ১২
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ০৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আগামী ১ জুন থেকে সব হাটবাজার রাত ৯টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শুধু জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ফার্মেসি ও হাসপাতাল খোলা থাকবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নিজ নিজ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয় সভায়।

জানা গেছে, সম্প্রতি গত ২৫ মে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে সিভিল ড্রেসে থাকা র‍্যাব সদস্যদের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় মাদক কারবারিদের হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‍্যাব। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধনহীন মোটরসাইকেলের মাধ্যমে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়া ও মাদকের বেচাকেনা বাড়ছে বলে উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেন জনপ্রতিনিধিরা।

এর পরিপ্রেক্ষিতে আগামী ১ জুন রাত ৯টার পর থেকে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল সোমবার দুপরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মাদক নির্মূলে রাত ৯টার পর উপজেলার বিভিন্ন বাজারের দোকানগুলো বন্ধ রাখতে হবে। রাত ১২টার পর কোন ব্যক্তিকে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে দেখা গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, অপরাধ প্রবণতা কমানোর জন্য রাত ৯টার পর উপজেলার সব বাজারের দোকানগুলো বন্ধ রাখতে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়েছে। দুই পৌরসভার মেয়র ও ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে বাজার কমিটির সভাপতি; তারা সংশ্লিষ্ট বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট সময়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত