ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর থেকে মানিকগঞ্জের ঘিওরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে উপজেলার সাত ইউনিয়নে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৩১ জন। মনোনয়ন পেতে উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হচ্ছেন অনেক প্রার্থী।
শুধু আওয়ামী লীগের মনোনয়ন নয়, ভোটারদের মন জয়েও নেমেছেন অনেকে। সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট বাজারে। চায়ের দোকানগুলোও নির্বাচনী আলোচনায় হয়ে উঠছে সরগরম।
উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, ঘিওর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনজন, বানিয়াজুরী ইউনিয়নে দুজন, পয়লা ইউনয়নে আটজন, বড়টিয়া ইউনিয়নে ছয়জন, সিংজুরী ইউনিয়নে নৌকা প্রতীক চান চারজন, বালিয়াখোড়া ইউনিয়নে তিনজন, নালী ইউনিয়নে পাঁচজন। তাঁরা সবাই নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ ঘোষ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে যে প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়া হবে, দলের সবার সেই প্রার্থীর হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থী যদি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কিংবা বিদ্রোহী প্রার্থী হন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার সাতটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩১ জনের মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই করে দলীয় মনোনয়নের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা থেকে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ঘিওর উপজেলায় ভোটগ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন, নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন। মোট ৬৪টি ভোটকেন্দ্রের ৩৪৪টি বুথের মাধ্যমে হবে ভোটগ্রহণ।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর থেকে মানিকগঞ্জের ঘিওরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে উপজেলার সাত ইউনিয়নে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৩১ জন। মনোনয়ন পেতে উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হচ্ছেন অনেক প্রার্থী।
শুধু আওয়ামী লীগের মনোনয়ন নয়, ভোটারদের মন জয়েও নেমেছেন অনেকে। সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট বাজারে। চায়ের দোকানগুলোও নির্বাচনী আলোচনায় হয়ে উঠছে সরগরম।
উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, ঘিওর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনজন, বানিয়াজুরী ইউনিয়নে দুজন, পয়লা ইউনয়নে আটজন, বড়টিয়া ইউনিয়নে ছয়জন, সিংজুরী ইউনিয়নে নৌকা প্রতীক চান চারজন, বালিয়াখোড়া ইউনিয়নে তিনজন, নালী ইউনিয়নে পাঁচজন। তাঁরা সবাই নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ ঘোষ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে যে প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়া হবে, দলের সবার সেই প্রার্থীর হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থী যদি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কিংবা বিদ্রোহী প্রার্থী হন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার সাতটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩১ জনের মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই করে দলীয় মনোনয়নের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা থেকে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ঘিওর উপজেলায় ভোটগ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন, নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন। মোট ৬৪টি ভোটকেন্দ্রের ৩৪৪টি বুথের মাধ্যমে হবে ভোটগ্রহণ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে