কর্ণফুলীর চরে প্রকাশ্যে পরিযায়ী পাখি শিকার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০৪: ৫০
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বন্দুক দিয়ে প্রকাশ্যে অতিথি (পরিযায়ী) পাখি শিকারের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার পূর্ব সরফভাটা এলাকার কর্ণফুলীর বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পাখি গবেষক এনায়েতুর রহিম বলেন, ‘শীত মৌসুম শুরু হতেই কর্ণফুলী নদীর বালুচরে বিপুলসংখ্যক অতিথি পাখির সমাবেশ হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রকাশ্যে গত শনিবার বিকেলে একনলা বন্দুক দিয়ে দুটি অতিথি পাখি শিকার করেছেন। তবে স্থানীয় কেউ প্রতিবাদ করেনি।’

নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গুনিয়ায় এভাবে বন্দুক দিয়ে পাখি শিকারের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী পূর্ব সরফভাটা স মিলের মালিক আবুল কাশেম বলেন, ‘অতিথি পাখি দুটি আমাদের সামনেই বন্দুক দিয়ে শিকার করা হয়। আমরা নিষেধ করলেও তিনি শুনেননি। আমরা তাঁকে চিনি না।’

স্থানীয় বাসিন্দারা বলেন, রাঙ্গুনিয়ায় প্রায়ই বন্দুক দিয়ে সরকারি বনভূমি ও জলাশয়ে বন্যপ্রাণী ও পাখি শিকার করা হয়। কয়েক দিন আগেও কোদালা চা বাগানে গর্ত খুঁড়ে একটি সজারু শিকার করা হয়। পরে চা শ্রমিকেরা সেই সজারু দিয়ে ভূরিভোজের আয়োজন করেন।

এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জের মাসুম কবির বলেন, ‘প্রকাশ্যে পাখি শিকারের বিষয়টি জানতাম না। জেনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত