Ajker Patrika

দুই পর্দার দুই নায়কের একটি গল্প

মীর রাকিব হাসান, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২২, ০৯: ২৬
দুই পর্দার দুই নায়কের একটি গল্প

তাঁদের প্রথম দেখা ২০১২ সালে। আদনান আল রাজিবের পরিচালনায় ‘রুচি ঝুরিভাজা’র বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন সিয়াম ও জোভান। সেই পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্বটা গাঢ় হয় আরও কিছুদিন পরে। জোভানের বাসার পাশে ছিল সিয়ামের কাজিনের বাসা। সেখানে প্রায়ই যেতেন সিয়াম। সেই আড্ডাতেই নিজেদের স্বপ্নের কথাগুলো জানাতেন দুজনে। জোভান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গিটার বাজাতে পছন্দ করি। আর সিয়াম ভালো গান গায়। আমি গিটার বাজাতাম আর ও গাইত। এভাবে যে কত সময় কেটেছে আমাদের!’

সম্পর্কটা এতই গাঢ় ছিল যে একজন কোথাও অডিশনের খোঁজ পেলে আরেকজনকে জানাতেন। মডেলিংয়ের পাশাপাশি তাঁদের অভিনয়ের ক্যারিয়ারও শুরু হয়েছে একসঙ্গে। ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তাঁরা। দুজনেই দুটো চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কোনো কারণে সিয়াম তিন দিন শুটিং করে আর কনটিনিউ করেননি। প্রথম ধারাবাহিকেই জোভান পরিচিতি পান। এরপর তাঁদের একসঙ্গে কাজ হয় মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘নাইন অ্যান্ড আ হাফ’ ধারাবাহিক নাটকে।

সিয়াম আহমেদসিয়াম বলেন, ‘এই ধারাবাহিক আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। তখন আমরা তেমন পরিচিত মুখ ছিলাম না। বান্নাহ ভাই আমাদের নিয়ে রিস্ক নিয়েছেন। আমরাও নিজেদের কিছুটা হলেও প্রমাণ করতে চেষ্টা করেছি। সেই সময়টায় আসলে আমি ও জোভান অভিনয় নিয়ে আরও বেশি আলোচনা করতে পেরেছি। জোভান আর আমার সবচেয়ে বেস্ট সময় বলব এটি।’

জোভান ও সিয়ামের একসঙ্গে খুব বেশি কাজ হয়নি। ‘কখনো এ রকম নির্জন দুপুর আসে’, ‘টু লেট ব্যাচেলর’, ‘কালারস অব লাভ’, ‘ত্রিভুজ প্রেম’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ দুজনকে একসঙ্গে পাওয়া গেছে ‘মরীচিকা’ ওয়েব সিরিজে।

ফারহান আহমেদ জোভানমাঝে সিয়ামের বাঁকবদল হয়। উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাজ্যে চলে যান। জোভান টেলিভিশন নাটকে নিজের পরিচিতি বাড়াতে থাকেন। পড়াশোনা শেষ করে দেশে ফিরলে সিয়াম নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ক্যারিয়ারে একের পর এক চমক আসতে থাকে। সিয়াম থিতু হতে থাকেন সিনেমায়। দূরত্বও বাড়তে থাকে। তবে সেটা মনের দূরত্ব নয়। সিয়াম বলেন, ‘একটা সময় দুজনেই বেশ ব্যস্ত হয়ে পড়লাম। যদি বন্ধুত্ব থাকে, তাহলে তো ম্যাটার করে না প্রতিদিন দেখা হচ্ছে কি হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত