Ajker Patrika

ইলিয়ানা ডিক্রুজের রূপরহস্য়

জীবনধারা ডেস্ক
আপডেট : ১৮ জুন ২০২২, ১১: ২৯
ইলিয়ানা ডিক্রুজের রূপরহস্য়

বলিউড তারকা ইলিয়ানা ডিক্রুজের আদর্শ ব্যক্তিত্ব হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্ন। তিনি মনে করেন, একজন মানুষ তাঁর রুচি ও ব্যক্তিত্ব সবটা নিয়েই সুন্দর। খুব একটা মেকআপ করতে পছন্দ না করলেও ব্যাগে আইব্রো, মাশকারা, কনসিলার, লিপকালার ও ব্লাশন রাখেন তিনি।

সৌন্দর্যচর্চায় তিনি আরও যা করেন:

  • বলিরেখা এড়াতে নিয়মিত ময়েশ্চারাইজার লাগান
  • আর্দ্র রাখতে চুলে নিয়মিত কন্ডিশনার লাগান
  • ব্রণ দূর করতে বরফ ব্যবহার করেন
  • শ্যানেলেরসু গন্ধি ব্যবহার করেন
  • গলা ও ঘাড়ে ময়েশ্চারাইজার ক্রিম লাগান।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত