ডাকাতি বাড়ায় দুশ্চিন্তা

খান রফিক, বরিশাল
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১২: ৫০
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২: ৫২

ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে বরিশালের বিভিন্ন উপজেলায়। ইতিমধ্যে উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জে ডাকাতি হয়েছে। সম্প্রতি বিভিন্ন গ্রামে ডাকাত পড়ার খবরে মসজিদে মাইকিংও হয়েছে।

পুলিশ দাবি করেছে, শীত মৌসুম আসায় আয়ের পথ বন্ধ হওয়ায় স্পিডবোটের সঙ্গে জড়িতরা এসব ঘটনা ঘটাচ্ছে। সাধারণ মানুষ গ্রামগঞ্জে ডাকাতির প্রবণতা বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

গত রোববার বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরগুনায় মাদকবিরোধী সভায় বলেন, ‘ডাকাত শিল্প বেড়েছে, চোখ-কান খোলা রাখবেন।’ আগের রাতে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দর এবং বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনার পর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জনসাধারণকে এভাবেই সতর্ক করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে শিকারপুরে ব্যাংকের এজেন্ট শাখাসহ চারটি দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ চুরির মামলা নিয়েছে। সেখানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পেরে বন্ধ হওয়া পুলিশ ক্যাম্প চালুর তোড়জোড় শুরু হয়েছে। একই রাতে বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনারও কূলকিনারা করতে পারেনি পুলিশ।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, শিকারপুর বন্দরে দুর্বৃত্তের হানার ঘটনায় রোববার রাতে ব্যাংকের এজেন্ট জহিরুল ইসলাম বাদী হয়ে চুরির মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, শিকারপুরের পুরোনো পুলিশ ক্যাম্প নতুন করে চালু করা হচ্ছে।

ব্যাংক এশিয়ার শিকারপুর বন্দরের এজেন্ট জহিরুল ইসলাম বলেন, মামলা করার কথা ছিল বাজার কমিটির। কিন্তু তারা এগিয়ে না আসায় রোববার পুলিশ ডেকে তাঁকে মামলার বাদী করিয়েছে। তারা (পুলিশ) যেভাবে সাজিয়ে দিয়েছে, সেভাবে এজাহারে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আসলে বন্দরে চুরি না ডাকাতি হয়েছে তা সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা গেছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় ওই বাড়ির ছেলে আল আমিন রাতেই ডাকাতি মামলা দায়ের করেছেন। এর আগে গত ২৮ নভেম্বর রাতে গৌরনদীর বিভিন্ন গ্রামে ডাকাত পড়েছে এমন খবর মসজিদের মাইকে প্রচার করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেছেন, মাইকিং করা হলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

এর পরদিন গত ২৯ নভেম্বর রাতে মেহেন্দীগঞ্জে মসজিদে মসজিদে ডাকাত পড়ার খবর মাইকিং করা হয়। রাতেই খাজুরিয়া এলাকা থেকে চার ডাকাত গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি সফিকুল ইসলাম জানান।

 এসব প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত মাস থেকে যেহেতু শীতের সময় আসছে, সেহেতু স্পিডবোটচালকেরা বেকার হয়ে গিয়েছে। তারা আয়ের পথ পাচ্ছে না। এটি সীমান্ত এলাকা এবং অনেকগুলো নদীবেষ্টিত। স্পিডবোট নিয়ে একই চক্র শিকারপুর ও বাবুগঞ্জের ঘটনা ঘটিয়েছে।’

কমিউনিটি পুলিশিং বরিশাল কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ডাকাতি কিংবা নাশকতা যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা দেখার দায়িত্ব পুলিশের। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত