খান রফিক, বরিশাল
ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে বরিশালের বিভিন্ন উপজেলায়। ইতিমধ্যে উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জে ডাকাতি হয়েছে। সম্প্রতি বিভিন্ন গ্রামে ডাকাত পড়ার খবরে মসজিদে মাইকিংও হয়েছে।
পুলিশ দাবি করেছে, শীত মৌসুম আসায় আয়ের পথ বন্ধ হওয়ায় স্পিডবোটের সঙ্গে জড়িতরা এসব ঘটনা ঘটাচ্ছে। সাধারণ মানুষ গ্রামগঞ্জে ডাকাতির প্রবণতা বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
গত রোববার বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরগুনায় মাদকবিরোধী সভায় বলেন, ‘ডাকাত শিল্প বেড়েছে, চোখ-কান খোলা রাখবেন।’ আগের রাতে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দর এবং বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনার পর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জনসাধারণকে এভাবেই সতর্ক করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে শিকারপুরে ব্যাংকের এজেন্ট শাখাসহ চারটি দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ চুরির মামলা নিয়েছে। সেখানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পেরে বন্ধ হওয়া পুলিশ ক্যাম্প চালুর তোড়জোড় শুরু হয়েছে। একই রাতে বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনারও কূলকিনারা করতে পারেনি পুলিশ।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, শিকারপুর বন্দরে দুর্বৃত্তের হানার ঘটনায় রোববার রাতে ব্যাংকের এজেন্ট জহিরুল ইসলাম বাদী হয়ে চুরির মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, শিকারপুরের পুরোনো পুলিশ ক্যাম্প নতুন করে চালু করা হচ্ছে।
ব্যাংক এশিয়ার শিকারপুর বন্দরের এজেন্ট জহিরুল ইসলাম বলেন, মামলা করার কথা ছিল বাজার কমিটির। কিন্তু তারা এগিয়ে না আসায় রোববার পুলিশ ডেকে তাঁকে মামলার বাদী করিয়েছে। তারা (পুলিশ) যেভাবে সাজিয়ে দিয়েছে, সেভাবে এজাহারে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আসলে বন্দরে চুরি না ডাকাতি হয়েছে তা সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা গেছে।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় ওই বাড়ির ছেলে আল আমিন রাতেই ডাকাতি মামলা দায়ের করেছেন। এর আগে গত ২৮ নভেম্বর রাতে গৌরনদীর বিভিন্ন গ্রামে ডাকাত পড়েছে এমন খবর মসজিদের মাইকে প্রচার করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেছেন, মাইকিং করা হলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
এর পরদিন গত ২৯ নভেম্বর রাতে মেহেন্দীগঞ্জে মসজিদে মসজিদে ডাকাত পড়ার খবর মাইকিং করা হয়। রাতেই খাজুরিয়া এলাকা থেকে চার ডাকাত গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি সফিকুল ইসলাম জানান।
এসব প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত মাস থেকে যেহেতু শীতের সময় আসছে, সেহেতু স্পিডবোটচালকেরা বেকার হয়ে গিয়েছে। তারা আয়ের পথ পাচ্ছে না। এটি সীমান্ত এলাকা এবং অনেকগুলো নদীবেষ্টিত। স্পিডবোট নিয়ে একই চক্র শিকারপুর ও বাবুগঞ্জের ঘটনা ঘটিয়েছে।’
কমিউনিটি পুলিশিং বরিশাল কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ডাকাতি কিংবা নাশকতা যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা দেখার দায়িত্ব পুলিশের।
ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে বরিশালের বিভিন্ন উপজেলায়। ইতিমধ্যে উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জে ডাকাতি হয়েছে। সম্প্রতি বিভিন্ন গ্রামে ডাকাত পড়ার খবরে মসজিদে মাইকিংও হয়েছে।
পুলিশ দাবি করেছে, শীত মৌসুম আসায় আয়ের পথ বন্ধ হওয়ায় স্পিডবোটের সঙ্গে জড়িতরা এসব ঘটনা ঘটাচ্ছে। সাধারণ মানুষ গ্রামগঞ্জে ডাকাতির প্রবণতা বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
গত রোববার বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরগুনায় মাদকবিরোধী সভায় বলেন, ‘ডাকাত শিল্প বেড়েছে, চোখ-কান খোলা রাখবেন।’ আগের রাতে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দর এবং বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনার পর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জনসাধারণকে এভাবেই সতর্ক করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে শিকারপুরে ব্যাংকের এজেন্ট শাখাসহ চারটি দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ চুরির মামলা নিয়েছে। সেখানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পেরে বন্ধ হওয়া পুলিশ ক্যাম্প চালুর তোড়জোড় শুরু হয়েছে। একই রাতে বাবুগঞ্জের ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনারও কূলকিনারা করতে পারেনি পুলিশ।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, শিকারপুর বন্দরে দুর্বৃত্তের হানার ঘটনায় রোববার রাতে ব্যাংকের এজেন্ট জহিরুল ইসলাম বাদী হয়ে চুরির মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, শিকারপুরের পুরোনো পুলিশ ক্যাম্প নতুন করে চালু করা হচ্ছে।
ব্যাংক এশিয়ার শিকারপুর বন্দরের এজেন্ট জহিরুল ইসলাম বলেন, মামলা করার কথা ছিল বাজার কমিটির। কিন্তু তারা এগিয়ে না আসায় রোববার পুলিশ ডেকে তাঁকে মামলার বাদী করিয়েছে। তারা (পুলিশ) যেভাবে সাজিয়ে দিয়েছে, সেভাবে এজাহারে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আসলে বন্দরে চুরি না ডাকাতি হয়েছে তা সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা গেছে।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভুতরদিয়ায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় ওই বাড়ির ছেলে আল আমিন রাতেই ডাকাতি মামলা দায়ের করেছেন। এর আগে গত ২৮ নভেম্বর রাতে গৌরনদীর বিভিন্ন গ্রামে ডাকাত পড়েছে এমন খবর মসজিদের মাইকে প্রচার করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেছেন, মাইকিং করা হলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
এর পরদিন গত ২৯ নভেম্বর রাতে মেহেন্দীগঞ্জে মসজিদে মসজিদে ডাকাত পড়ার খবর মাইকিং করা হয়। রাতেই খাজুরিয়া এলাকা থেকে চার ডাকাত গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি সফিকুল ইসলাম জানান।
এসব প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত মাস থেকে যেহেতু শীতের সময় আসছে, সেহেতু স্পিডবোটচালকেরা বেকার হয়ে গিয়েছে। তারা আয়ের পথ পাচ্ছে না। এটি সীমান্ত এলাকা এবং অনেকগুলো নদীবেষ্টিত। স্পিডবোট নিয়ে একই চক্র শিকারপুর ও বাবুগঞ্জের ঘটনা ঘটিয়েছে।’
কমিউনিটি পুলিশিং বরিশাল কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ডাকাতি কিংবা নাশকতা যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা দেখার দায়িত্ব পুলিশের।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে