Ajker Patrika

ভোট চাইতে গিয়ে বাধার মুখে ‘বিদ্রোহী’ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভোট চাইতে গিয়ে বাধার মুখে ‘বিদ্রোহী’ প্রার্থী

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তারের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে তিনি ভোট চাইতে গেলে বাধার মুখে পড়েন তিনি।

এ সময় আখতারুজ্জামান ও তাঁর সমর্থকদের পৌরসভা কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আখতারুজ্জামানের সমর্থকদের ধাক্কাধাক্কি-হাতাহাতির ঘটনাও ঘটে। পৌরসভার একাধিক কাউন্সিলর এ ঘটনার সত্যতা 
স্বীকার করেছেন।

ওয়ার্ড কাউন্সিলর আনসার আলী জানান, তাঁদের পৌরসভার মেয়র মারা গেছেন। প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। গতকাল ভারপ্রাপ্ত মেয়রও পৌরসভায় ছিলেন না। দুপুরের পর প্রার্থী আখতারুজ্জামান তাঁর সমর্থকদের নিয়ে পৌরসভায় আসেন। মেয়রের দপ্তরে বসে আখতারুজ্জামান নয়জন কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলেন। তখন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এসে আখতারুজ্জামনকে মেয়রের কক্ষ থেকে বাইরে ডাকলে শুরু হয় হট্টগোল। তখনই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আখতারুজ্জামান তাঁর সমর্থকদের নিয়ে পৌরসভা থেকে চলে যান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান বলেন, ‘আমাদের ছেলেদের সঙ্গে আগেই প্রার্থীর সমর্থকদের গন্ডগোল বেধে গিয়েছিল। ঘটনা তেমন বড় কিছু না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত