মেয়াদোত্তীর্ণ ওষুধ পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০৫: ২০
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ৫১

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, বাজারজাত এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে খুলনা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করে বাজারজাত করার দায়ে কপিলমুনি বাজারের মডার্ন বেকারির মালিককে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য রাখার জন্য মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, আপন ফার্মেসি ৫ হাজার ও মাজেদা মেডিকেল হল দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কপিলমুনি কাকলি হোটেল মালিককে উক্ত বিষয়ে সতর্কবার্তা প্রদান করেন। এ অভিযানকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক ও এপিবিএন পুলিশ সদস্যরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত