Ajker Patrika

ছয় শিক্ষকের বিদ্যালয়টিতে পাঠদান করেন নৈশপ্রহরী!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছয় শিক্ষকের বিদ্যালয়টিতে পাঠদান করেন নৈশপ্রহরী!

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে-কলমে ছয়জন শিক্ষক। তা সত্ত্বেও নৈশপ্রহরী দিয়ে পাঠদানের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি শিক্ষকদের নিয়মিত পাঠদান না করানোর কারণে নৈশপ্রহরীকে দিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী ২১৫ জন। প্রধান শিক্ষক ও পাঁচজন সহকারী শিক্ষকের মধ্যে দুজন প্রেষণে অন্য বিদ্যালয়ে কর্মরত। তাঁদের মধ্যে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ছুটিতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাকি তিন শিক্ষক থাকলেও যথাসময়ে বিদ্যালয়ের না আসার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন সাপ্তাহিক ছুটির প্রথম দিন গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টিতে তখন পর্যন্ত কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। সকাল থেকে বিভিন্ন শ্রেণিতে পাঠদান করছেন নৈশপ্রহরী মো. নরু আলম। পরে দুপুর ১২টায় তিনিই বাজান ছুটির ঘণ্টা।

পরে ১২টার দিকে বিদ্যালয়ে আসেন মো. ইকবাল হোসেন। তখনো বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শিক্ষক মুক্তাহার ইয়াসমিন ও পপি দাস।

স্থানীয় বাসিন্দারা জানান, এই বিদ্যালয়ে শিক্ষকেরা যথাসময়ে বিদ্যালয়ে আসেন না। তাঁরা পাঠদানে উদাসীন। এ নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।

বিদ্যালয়ের বিদ্যোৎসাহী মো. মাহাতুবুদ্দিন বলেন, ‘আমিও স্কুলে এসে, দেখি কোনো স্যার-ম্যাডাম নেই। এই অভিযোগ আগেও শুনেছি। এখন আমরা নিজ চোখে দেখলাম। এভাবে চললে আমাদের সন্তানদের পড়াশোনা কীভাবে হবে?’

প্রধান শিক্ষক নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি রোগী নিয়ে কিশোরগঞ্জে হাসপাতালে আছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। অন্য শিক্ষকদের বিদ্যালয়ে যথাসময়ে হাজির থাকতে বলেছি। পরে জানতে পারি, ১২টা পর্যন্ত কেউ বিদ্যালয়ে যাননি।’

ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খান গত রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। আমি বাইরে আছি। আমার সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার কথা বলেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত