Ajker Patrika

জুরাছড়িতে জলেভাসা জমিতে বোরো চাষ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
জুরাছড়িতে জলেভাসা জমিতে বোরো চাষ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করেছে। জলেভাসা জমিগুলো জেগে উঠছে। এই জমিতে বোরো চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কয়েকটি জায়গায় ধান বপন করা হয়েছে, অনেকে এখন বীজ তলা তৈরি করছেন। এ বছর বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদ আশা করছে কৃষি বিভাগ।

উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সদর ইউনিয়নের মধ্য বালুখালী, বালুখালী মুখ, সামিরা, আমতুলী; বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া, চকপতিঘাট, কাংরাছড়িতে কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। এতে জেগে উঠছে জলেভাসা জমিগুলো। এসব জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন। অনেক আবার বীজতলা তৈরিতে ব্যস্ত আছেন।

বালুখালী এলাকায় কৃষক রিটন চাকমা, বিজয় চাকমা সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইতিমধ্যে ধান রোন শুরু করেছে। তাঁরা বলেন, কৃষি বিভাগ এ বছর বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেছে। এর সঙ্গে নিজেদের সামর্থ্য নিয়ে কাজে নেমে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থসামাজিকভাবে এগিয়ে নিতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদের আশা করা হচ্ছে। ইতিমধ্যে কৃষি বিভাগ প্রান্তিক ও দরিদ্র ১ হাজারের বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত