পিরোজপুর প্রতিনিধি
জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ এ আসনে এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই আসন থেকেই চারবার জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁর স্ত্রী তাসমিমা হোসেন একবার সংসদ সদস্য হয়েছেন। তাই আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন আনোয়ার হোসেন মঞ্জু।
দক্ষিণাঞ্চলের এ সংসদীয় আসনে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৮৫ এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৫৭ জন। আসনটি পিরোজপুরের তিনটি আসনের মধ্যে তারকা আসন। আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক জোটের জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আনোয়ার হোসেন মঞ্জু আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে থাকলে এবারও জোট থেকে তিনিই মনোনয়ন পাবেন, এমনটাই প্রত্যাশা করেন মঞ্জুর নেতা-কর্মীরা।
মনোনয়ন বিষয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভান্ডারিয়া উপজেলা জেপির সহসভাপতি গোলাম সরোয়ার জমাদ্দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি এ আসনের উন্নয়নের রূপকার। তিনি অবশ্যই জেটবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তরুণ আওয়ামী লীগ নেতা হিসেবে অনেকটাই জনগণের আস্থার জায়গায় পৌঁছে গেছেন। তিনিও আওয়ামী লীগের একক প্রার্থী হতে চান। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
মিরাজুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চান তিনি। বরাবরই এ আসনটি জোট বিবেচনা করে মনোনয়ন দেয়া হয়েছে।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারেরর ইস্যুতে আন্দোলন করছে। তারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে না। নির্বাচনে এলে এ আসনে বিএনপির মনোনয়ন বিএনপি জোটের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ ছাড়া রয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলু।
সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, ‘দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং জোটে শরিক দল বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনে অংশগ্রহণ করব।’
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন জানান, বিএনপি জোট নয়, দল থেকে মনোনয়ন পেয়ে একক প্রার্থী হতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে এ আসনে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ এ আসনে এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই আসন থেকেই চারবার জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁর স্ত্রী তাসমিমা হোসেন একবার সংসদ সদস্য হয়েছেন। তাই আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন আনোয়ার হোসেন মঞ্জু।
দক্ষিণাঞ্চলের এ সংসদীয় আসনে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৮৫ এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৫৭ জন। আসনটি পিরোজপুরের তিনটি আসনের মধ্যে তারকা আসন। আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক জোটের জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আনোয়ার হোসেন মঞ্জু আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে থাকলে এবারও জোট থেকে তিনিই মনোনয়ন পাবেন, এমনটাই প্রত্যাশা করেন মঞ্জুর নেতা-কর্মীরা।
মনোনয়ন বিষয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভান্ডারিয়া উপজেলা জেপির সহসভাপতি গোলাম সরোয়ার জমাদ্দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি এ আসনের উন্নয়নের রূপকার। তিনি অবশ্যই জেটবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তরুণ আওয়ামী লীগ নেতা হিসেবে অনেকটাই জনগণের আস্থার জায়গায় পৌঁছে গেছেন। তিনিও আওয়ামী লীগের একক প্রার্থী হতে চান। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
মিরাজুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চান তিনি। বরাবরই এ আসনটি জোট বিবেচনা করে মনোনয়ন দেয়া হয়েছে।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারেরর ইস্যুতে আন্দোলন করছে। তারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে না। নির্বাচনে এলে এ আসনে বিএনপির মনোনয়ন বিএনপি জোটের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ ছাড়া রয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলু।
সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, ‘দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং জোটে শরিক দল বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনে অংশগ্রহণ করব।’
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন জানান, বিএনপি জোট নয়, দল থেকে মনোনয়ন পেয়ে একক প্রার্থী হতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে এ আসনে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে