Ajker Patrika

কচুরিপানার কাগজে বড়দিনের উপহার

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ০৩
কচুরিপানার কাগজে বড়দিনের উপহার

আর এক দিন পরই বড়দিন। আগৈলঝাড়ায়ও উদ্‌যাপিত হবে উৎসবটি। খ্রিষ্ট ধর্মের মানুষেরা এ দিনটিকে উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলায় বড়দিন উপলক্ষে কচুরিপানার কাগজ দিয়ে সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসসহ খেলনা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন প্রায় দু-হাজার দুস্থ ও বিধবা নারী।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) ও প্রকৃতি’র উদ্যোগে উপজেলার পাঁচটি কেন্দ্রের নারীরা পরিত্যক্ত ডোবা ও পুকুরের কচুরিপানা দিয়ে কাগজ বানিয়ে বানাচ্ছেন। তারপর ওই কাগজ দিয়ে তৈরি করছেন বড়দিনের সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সাজানোর পণ্যসহ নানা উপহারসামগ্রী। ওই সংস্থার মাধ্যমে শৌখিন এসব খেলনা ও উপহারসামগ্রী ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

উপজেলার জোবারপার এন্টারপ্রাইজে গিয়ে কথা হয় ওই গ্রামের মনি বালার (৪৮) সঙ্গে।

মনি বালার মতো ওই এলাকার দুই হাজার অসহায় ও দুস্থ নারী এমসিসি’র আগৈলঝাড়ার ৫টি কেন্দ্রে কাজ করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মনি বালা বলেন, ‘অভাবের সংসারে ছেলে-মেয়েদের নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচেছিলাম। দুই বছর আগে এমসিসি’র তত্ত্বাবধানে আমি কচুরিপানা দিয়ে কাগজ বানিয়ে বড়দিনসহ বিভিন্ন অনুষ্ঠানের বাহারি উপহার ও খেলনা সামগ্রী তৈরি করছি। এতে তিনবেলা ভাত খেতে পারছি।’

মনি বালার আরেক সঙ্গী বিনা হালদার ও শিউলী বেগম বলেন, ‘প্রতিদিন একজন নারী শ্রমিকের এখানে ৩০০-৩৫০ টাকা আয় করছেন। ’

এমসিসি’র জোবারপাড় এন্টারপ্রাইজের ম্যানেজার পাপরী মন্ডল জানান, এখানে কাজ করা নারীদের মধ্যে অধিকাংশই স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় ও দুস্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত