রংপুর প্রতিনিধি
জমে উঠেছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রচার। নির্বাচনের আর বাকি সাত দিন থাকলেও প্রচারের জন্য প্রার্থীদের হাতে আছে পাঁচ দিন। তাই প্রার্থীদের চোখে ঘুম নেই। দিনে বাড়ি বাড়ি গিয়ে আর রাতে মোবাইল ফোনে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
এদিকে রাতে মোবাইল ফোনে ভোট চাওয়ায় অনেক ভোটার বিরক্ত হচ্ছেন বলে জানিয়েছে এ প্রতিবেদককে। তবে তাঁরা ভয়ে এর প্রতিবাদ করতে পারছেন না।
গতকাল সোমবার ১৩ থেকে ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীরা এখন দিনরাত প্রচারের জন্য দৌড়াদৌড়ি করছেন। স্থান-কাল-পাত্রভেদে কখনো দলীয় পরিচয়ে, কখনো নিজের পরিচয়ে, কখনো আত্মীয়স্বজনের পরিচয়ে ভোট চাইছেন তাঁরা। সারা দিন গণসংযোগ শেষে রাতে প্রার্থীর বাড়িতে চলছে পরদিনের প্রস্তুতির বৈঠক। এরপর মোবাইল ফোনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন অনেক প্রার্থী।
সকাল ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের নিসবেতগঞ্জ এলাকার বাসিন্দা কৃষক হাবিবুর রহমান বলেন, ‘প্রার্থীরা দিনোত ঘরোত আসি হাত-পাও ধরি ভোট চাওচে, ভোট দেমো কি না রাইতো ফের ফোন করি কথা নেওচে। কন তো, এইভাবে কি বাঁচা যায়? দিনে প্রার্থী আর মাইকের জ্বালা আবার রাতে ফোনের জ্বালায় হামার নিন্দ-ঘুম হারে গেইচে।’
২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার বাসিন্দা নাহিদুজ্জামান বলেন, ‘সরাসরি তো ভোট চাচ্ছে প্রার্থীরা তারপরও রাত হলে কোনো কোনো প্রার্থী পক্ষে দু-তিনজন করে লোক ফোন করে ভোট চাচ্ছে। এটা বিরক্তিকর। রাজনৈতিক কারণে কাউকে ফোন করতে নিষেধও করা যাচ্ছে না।’
বেলা দুইটার দিকে ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল মোড়ের বাসিন্দা গৃহবধূ রুমা আক্তার বলেন, ‘এক প্রার্থীর লোকজন বাসা থেকে ভোট চেয়ে বের হতেই আরেক প্রার্থীর লোকজন মোবাইল করে বলছেন, ‘ভোটটা হামাক দেন, ওমাক দেন না। এভাবে গভীর রাত পর্যন্ত কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মেয়র প্রার্থীদের ফোন আসে। প্রার্থীদের কাজকারবারে অতিষ্ঠ হয়ে গেছি।’
পালপাড়া এলাকায় বিকেলে ভোটের প্রচার নিয়ে কথা হলে ১৮, ২০, ২২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জাফরিন ইসলাম রিপা বলেন, ‘সবার কাছে পৌঁছতে না পারলে তো হবে না। তাই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে নিয়ে কয়েক দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি, মোবাইল ফোনসহ নানা কৌশলে ভোট চাচ্ছি।’
জাপার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘মানুষের কাছাকাছি না গেলে, কথা না বললে তো ভোট দেবে না। তাই ভোটারদের কাছে আমার প্রতীক লাঙ্গলের কথা নানাভাবে পৌঁছে দিচ্ছি। তবে আচরণবিধির কোনো ব্যত্যয় হচ্ছে না। মানুষের কষ্ট হয় এমন কোনো কাজও করছি না।’
রংপুর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘এখন পর্যন্ত আচরণবিধি অমান্য করে প্রার্থীদের প্রচারণা চালানোর কোনো খবর পাইনি। আশা করছি প্রার্থীরা তা করবেন না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে রংপুর সিটি করপোরেশনের ভোট সম্পন্ন করতে চাই।’
জমে উঠেছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রচার। নির্বাচনের আর বাকি সাত দিন থাকলেও প্রচারের জন্য প্রার্থীদের হাতে আছে পাঁচ দিন। তাই প্রার্থীদের চোখে ঘুম নেই। দিনে বাড়ি বাড়ি গিয়ে আর রাতে মোবাইল ফোনে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
এদিকে রাতে মোবাইল ফোনে ভোট চাওয়ায় অনেক ভোটার বিরক্ত হচ্ছেন বলে জানিয়েছে এ প্রতিবেদককে। তবে তাঁরা ভয়ে এর প্রতিবাদ করতে পারছেন না।
গতকাল সোমবার ১৩ থেকে ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীরা এখন দিনরাত প্রচারের জন্য দৌড়াদৌড়ি করছেন। স্থান-কাল-পাত্রভেদে কখনো দলীয় পরিচয়ে, কখনো নিজের পরিচয়ে, কখনো আত্মীয়স্বজনের পরিচয়ে ভোট চাইছেন তাঁরা। সারা দিন গণসংযোগ শেষে রাতে প্রার্থীর বাড়িতে চলছে পরদিনের প্রস্তুতির বৈঠক। এরপর মোবাইল ফোনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন অনেক প্রার্থী।
সকাল ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের নিসবেতগঞ্জ এলাকার বাসিন্দা কৃষক হাবিবুর রহমান বলেন, ‘প্রার্থীরা দিনোত ঘরোত আসি হাত-পাও ধরি ভোট চাওচে, ভোট দেমো কি না রাইতো ফের ফোন করি কথা নেওচে। কন তো, এইভাবে কি বাঁচা যায়? দিনে প্রার্থী আর মাইকের জ্বালা আবার রাতে ফোনের জ্বালায় হামার নিন্দ-ঘুম হারে গেইচে।’
২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার বাসিন্দা নাহিদুজ্জামান বলেন, ‘সরাসরি তো ভোট চাচ্ছে প্রার্থীরা তারপরও রাত হলে কোনো কোনো প্রার্থী পক্ষে দু-তিনজন করে লোক ফোন করে ভোট চাচ্ছে। এটা বিরক্তিকর। রাজনৈতিক কারণে কাউকে ফোন করতে নিষেধও করা যাচ্ছে না।’
বেলা দুইটার দিকে ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল মোড়ের বাসিন্দা গৃহবধূ রুমা আক্তার বলেন, ‘এক প্রার্থীর লোকজন বাসা থেকে ভোট চেয়ে বের হতেই আরেক প্রার্থীর লোকজন মোবাইল করে বলছেন, ‘ভোটটা হামাক দেন, ওমাক দেন না। এভাবে গভীর রাত পর্যন্ত কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মেয়র প্রার্থীদের ফোন আসে। প্রার্থীদের কাজকারবারে অতিষ্ঠ হয়ে গেছি।’
পালপাড়া এলাকায় বিকেলে ভোটের প্রচার নিয়ে কথা হলে ১৮, ২০, ২২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জাফরিন ইসলাম রিপা বলেন, ‘সবার কাছে পৌঁছতে না পারলে তো হবে না। তাই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে নিয়ে কয়েক দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি, মোবাইল ফোনসহ নানা কৌশলে ভোট চাচ্ছি।’
জাপার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘মানুষের কাছাকাছি না গেলে, কথা না বললে তো ভোট দেবে না। তাই ভোটারদের কাছে আমার প্রতীক লাঙ্গলের কথা নানাভাবে পৌঁছে দিচ্ছি। তবে আচরণবিধির কোনো ব্যত্যয় হচ্ছে না। মানুষের কষ্ট হয় এমন কোনো কাজও করছি না।’
রংপুর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘এখন পর্যন্ত আচরণবিধি অমান্য করে প্রার্থীদের প্রচারণা চালানোর কোনো খবর পাইনি। আশা করছি প্রার্থীরা তা করবেন না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে রংপুর সিটি করপোরেশনের ভোট সম্পন্ন করতে চাই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে