বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে জলকপাট (স্লুইসগেট) দিয়ে মাতামুহুরী নদী থেকে শাখা খালে লোনাপানি ঢোকানোর অভিযোগ উঠেছে। এতে উপকূলীয় সাতটি ইউনিয়নের ১০ হাজার ২২০ হেক্টর জমির সবজিখেত নিয়ে কৃষকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়ার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা ও ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধীপাড়ায় থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুটি জলকপাট দিয়ে ঘেরে লোনাপানি এনে মাছ চাষ করছেন কিছু প্রভাবশালী। এক সপ্তাহ ধরে এসব জলকপাট দিয়ে লোনাপানি ঢোকানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
লোনাপানি ঢোকানো বন্ধ না করলে উপজেলার উপকূলীয় বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, বিএমচর, কোনাখালী ও সাহারবিলের কিছু অংশে ফসলহানির আশঙ্কা কৃষকদের। জলকপাটের আশপাশে থাকা খেতের রবিশস্য ও শীতকালীন সবজি লোনাপানিতে ডুবে যেতে পারে বলে জানিয়েছেন কৃষকেরা।
এসব এলাকার কৃষকেরা মৌখিক ও লিখিতভাবে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পাউবোর কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। একাধিকবার প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ গিয়ে লোনাপানি ঢোকানো বন্ধ করেছে। তবে আবারও রাতের আঁধারে চলছে এই লোনাপানি তোলার কর্মযজ্ঞ।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বদরখালী নতুন ঘোনা এলাকায় ৮ নম্বর ও ঢেমুশিয়া গান্ধীপাড়ায় পাউবোর ৭ নম্বর জলকপাটের অবস্থান। মাতামুহুরী নদী থেকে বদরখালী নতুন ঘোনার জলকপাট দিয়ে লোনাপানি ঢোকানো হচ্ছে। এ ছাড়া ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নম্বর জলকপাট দিয়েও পানি ঢোকানো হচ্ছে চিংড়িঘেরে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহমদ চৌধুরী বলেন, ‘ঢেমুশিয়ার গান্ধীপাড়ায় পাউবোর জলকপাট দিয়ে একটি চক্র কপাট ফেলে লোনাপানি ঢোকাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষকেরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হবেন।’
পাউবোর বদরখালীর পওর শাখার উপসহকারী প্রকৌশলী জামাল মুর্শিদ বলেন, ‘মূলত একাধিক জলকপাটের বেশ কিছু কপাট অকেজো হয়ে পড়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে। যারা রাতে কপাট খুলে লোনাপানি ঢোকাচ্ছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম বলেন, ‘বদরখালী ও ঢেমুশিয়ায় জলকপাট খুলে লোনাপানি ঢোকানোর খবর পেয়ে বন্ধ করা হয়েছিল। এখন যদি আবারও ঢোকানো হয়, তা বন্ধ করা হবে।’
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘গত রোববার রাতে পুলিশ পাঠিয়ে লোনাপানি ঢোকানো বন্ধ করা হয়। যদি আবারও লোনাপানি ঢোকানো হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে জলকপাট (স্লুইসগেট) দিয়ে মাতামুহুরী নদী থেকে শাখা খালে লোনাপানি ঢোকানোর অভিযোগ উঠেছে। এতে উপকূলীয় সাতটি ইউনিয়নের ১০ হাজার ২২০ হেক্টর জমির সবজিখেত নিয়ে কৃষকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়ার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা ও ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধীপাড়ায় থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুটি জলকপাট দিয়ে ঘেরে লোনাপানি এনে মাছ চাষ করছেন কিছু প্রভাবশালী। এক সপ্তাহ ধরে এসব জলকপাট দিয়ে লোনাপানি ঢোকানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
লোনাপানি ঢোকানো বন্ধ না করলে উপজেলার উপকূলীয় বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, বিএমচর, কোনাখালী ও সাহারবিলের কিছু অংশে ফসলহানির আশঙ্কা কৃষকদের। জলকপাটের আশপাশে থাকা খেতের রবিশস্য ও শীতকালীন সবজি লোনাপানিতে ডুবে যেতে পারে বলে জানিয়েছেন কৃষকেরা।
এসব এলাকার কৃষকেরা মৌখিক ও লিখিতভাবে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পাউবোর কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। একাধিকবার প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ গিয়ে লোনাপানি ঢোকানো বন্ধ করেছে। তবে আবারও রাতের আঁধারে চলছে এই লোনাপানি তোলার কর্মযজ্ঞ।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বদরখালী নতুন ঘোনা এলাকায় ৮ নম্বর ও ঢেমুশিয়া গান্ধীপাড়ায় পাউবোর ৭ নম্বর জলকপাটের অবস্থান। মাতামুহুরী নদী থেকে বদরখালী নতুন ঘোনার জলকপাট দিয়ে লোনাপানি ঢোকানো হচ্ছে। এ ছাড়া ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নম্বর জলকপাট দিয়েও পানি ঢোকানো হচ্ছে চিংড়িঘেরে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহমদ চৌধুরী বলেন, ‘ঢেমুশিয়ার গান্ধীপাড়ায় পাউবোর জলকপাট দিয়ে একটি চক্র কপাট ফেলে লোনাপানি ঢোকাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষকেরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হবেন।’
পাউবোর বদরখালীর পওর শাখার উপসহকারী প্রকৌশলী জামাল মুর্শিদ বলেন, ‘মূলত একাধিক জলকপাটের বেশ কিছু কপাট অকেজো হয়ে পড়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে। যারা রাতে কপাট খুলে লোনাপানি ঢোকাচ্ছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম বলেন, ‘বদরখালী ও ঢেমুশিয়ায় জলকপাট খুলে লোনাপানি ঢোকানোর খবর পেয়ে বন্ধ করা হয়েছিল। এখন যদি আবারও ঢোকানো হয়, তা বন্ধ করা হবে।’
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘গত রোববার রাতে পুলিশ পাঠিয়ে লোনাপানি ঢোকানো বন্ধ করা হয়। যদি আবারও লোনাপানি ঢোকানো হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে