Ajker Patrika

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৪৩
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফুচকা ব্যবসায়ী আব্দুল বারেক হোসেনকে ফুচকা বিক্রির উপকরণ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে সদর ব্যবসায়িক সমিতি উদ্যোগে নতুন করে ফুচকা ব্যবসা শুরু করার জন্য সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ছিল-বালতি, গামলা (বল), কলস, জগ, প্রিচ, বাটি ও প্লাস্টিকের চেয়ার।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মাহমুদুল হক নাহিদ শিকদার। এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক আজিম শিকদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন, ব্যবসায়ী আব্দুল সালাম, নুরুল আলম, মো. শাহীন, মাসুম বিল্লাহ, মিলন মুন্সী প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পাশের বাজারে অগ্নিকাণ্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ সময় আব্দুল বারেক হোসেনের ফুচকার দোকানসহ মালামাল পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত