১৩ বছর আগের সাজে ফারুকী-তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গতকাল দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই শুভক্ষণে পুরোনো স্মৃতিতে ফিরলেন তাঁরা। পরিকল্পনা ছিল, যে পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেই পোশাকেই ১৩ বছর পূর্তির ফটোশুট করবেন। করেছেনও তাই। ফেসবুক পোস্টে দুজনের শেয়ার করা ছবিতে দেখা গেল, নুসরাত ইমরোজ তিশার পরনে ক্রিম কালারের শাড়ি।

মেহেদি রাঙা হাতে পরেছেন চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল। মোস্তফা সরয়ার ফারুকীর পরনে সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় ক্যাপ। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের দিনে একই পোশাক পরেছিলেন তাঁরা। পার্থক্য একটাই, নতুন ফটোশুটে তাঁদের সঙ্গে যোগ হয়েছে একমাত্র কন্যা ইলহাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী জানালেন, এমন ভাবনা এসেছে তিশার মাথা থেকে। ফেসবুকে ফারুকী লেখেন, ‘আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করল, আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।’

২০২৩ সালে একই সাজে ফারুকী ও তিশা, সঙ্গে কন্যা ইলহামবিবাহবার্ষিকীর দিনে নিজের মনের কথা জানিয়েছেন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘২০১০ সালের এই দিনটাতে আমাদের বিয়ে হয়। এখন ২০২৩। দেখতে দেখতে ১৩টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম, একই পোশাকে, একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। ধন্যবাদ তোমাকে (ফারুকী), এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত