Ajker Patrika

প্রচারের নৌকায় আগুন সংঘর্ষে আহত ১০

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ১৫
প্রচারের নৌকায় আগুন  সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে দুই পক্ষের হামলা পাল্টা-হামলায় বিদ্রোহী প্রার্থীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। গত শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের নতুন বাজারে প্রচারের নৌকায় আগুন দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রচারের নৌকায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিদ্রোহী প্রার্থী কবির হোসেন ঠান্ডু এবং নৌকার কর্মী জাহিদ হোসেন আহম্মদসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, এ ঘটনার পর দুই পক্ষের সমর্থকেরা ঢাল, বল্লম, সড়কি, রামদা, লাঠি নিয়ে ইউনিয়নের পোড়াদিয়া বাজার, কালিবাড়ী বাজার, জিয়াকুলী, বাবুর কাইচাইলসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের প্রস্তুতি নেয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন খান বলেন, কাইচাইচাইল ইউনিয়নের নতুন বাজারে আমার একটি নির্বাচনী কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীকী তৈরি করে রেখেছি। শুক্রবার দিবাগত রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ঠান্ডু মিয়ার কর্মীরা ওই প্রতীকী নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু বলেন, আমার কোনো কর্মী নৌকায় আগুন দেননি। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করে, তাঁরা নিজেরাই নৌকায় আগুন দিয়েছেন। এ ধরনের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানাই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত