Ajker Patrika

বলিউড টালিউডে ঈদের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বলিউড টালিউডে ঈদের সিনেমা

ঈদে নতুন সিনেমা মুক্তির ঘটনা বলিউডে বেশ পুরোনো। তবে বলিউডে ঈদের আয়োজনটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন সালমান খান। ২০০৯ সালের ঈদে সালমানের ‘ওয়ান্টেড’ মুক্তি পায়। এর পর থেকে প্রতিবছর ঈদেই মুক্তির তালিকায় ছিল সালমানের সিনেমা। মাঝে ২০১৩ সালের ঈদে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পেয়েছিল। তবে এবার ঈদে শাহরুখ, সালমান কিংবা আমির—কোনো খানেরই নতুন সিনেমা নেই।

আছে অজয় দেবগন ও টাইগার শ্রুফের সিনেমা। ‘রানওয়ে ৩৪’ নামে সিনেমা বানিয়েছেন অজয়। এতে অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং অভিনয় করেছেন তাঁর সঙ্গে। গতকালই মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪ ’। প্রথম যখন সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করেন অজয়, বুঝতে পারেননি ওটা ঈদের সপ্তাহ। বুঝতে পেরেই প্রথমে অজয় ফোন করেন সালমান খানকে। ফোনে অজয় ভাইজানকে বলেন, ‘আমি মুক্তির তারিখ ঘোষণা করেছি এবং সেটা ঈদে। তোমার কোনো অসুবিধা নেই তো?’ জবাবে সালমান বলেছিলেন, ‘চিন্তা করো না। আমি পরের ঈদে হাজির হব।’

২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমা দিয়ে বলিউডে সফর শুরু করেছিলেন টাইগার শ্রুফ। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘হিরোপান্তি ২’। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর পর আবার বড় পর্দায় জুটি বেঁধেছেন টাইগার ও তারা সুতারিয়া। খল চরিত্রে আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

দেব ও রুক্মিণীঈদের সপ্তাহে গতকাল টালিউডেও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘কিশমিশ’ নিয়ে দেব আর ‘রাবণ’ নিয়ে জিৎ আছেন মুখোমুখি অবস্থানে। তবে প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ না হয়ে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‘কিশমিশ’-এ রুক্মিণীকে নিয়ে প্রেমের গল্প ফেঁদেছেন দেব। দেব বলেন, ‘ভালোবাসার সিনেমা এখন খুব কম তৈরি হচ্ছে বাংলায়। একটি ফর্মুলা হিট হলে বারবার তাকে সামনে রেখেই সিনেমা হয়। সেই মিথ ভাঙতে এই প্রেমের সিনেমা।’

অন্যদিকে ‘রাবণ’ সিনেমায় মারদাঙ্গা অ্যাকশনে ভরসা রেখেছেন জিৎ। ‘অসুর’-এর পর আবার অন্য এক লুকে হাজির তিনি। অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। ‘রাবণ’ সিনেমায় জিতের নায়িকা নবাগতা লহমা ভট্টাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত