ক্রীড়া ডেস্ক
এই বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ই বলা যায় আফগানিস্তানকে। ভারতের মাটিতে টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে যাদের জয় ছিল মাত্র ১টি, সেই আফগানিস্তানই এই বিশ্বকাপে তুলে নিয়েছে ৪ জয়। অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে। ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের আগে অস্ট্রেলিয়া দলের টুঁটি চেপে ধরার সাহসও দেখিয়েছিল তারা! সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলারের কাছে এই বিশ্বকাপের ‘বিনোদনদায়ী’ দল আফগানিস্তানই, ‘সত্যি সত্যিই তারা ভালো ক্রিকেট খেলছে, দেখার মতো।’
এই আফগানিস্তানের বিপক্ষেই আজ আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে মিলারদের দক্ষিণ আফ্রিকা। ছয় জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়াদের জন্য এ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার। তাই ‘দেখার মতো’ খেলাটা আজ আর মিলার হয়তো চাইবেন না দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এই বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্সে নিজেদের মুগ্ধতার কথা জানাতে ভোলেননি মিলার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল এসেছিলেন মিলার। সেখানেই প্রশংসায় ভাসালেন আফগানদের, ‘তাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়ছে। তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম, এটা দেখিয়েছে তারা। আমি বলতে চাইছি, এই বিশ্বকাপে সত্যি, সত্যিই ভালো খেলেছে তারা, কয়েকটা বড় দলকেও হারিয়েছে।’
কারা কারা সেমিফাইনাল খেলবে—ক্রিকেট পণ্ডিতরা তার একটা সম্ভাব্য রূপ রেখা টুর্নামেন্ট শুরুর আগেই দিয়ে রেখেছিলেন। সেখানে ইংল্যান্ডের মতো দল থাকলেও আফগানিস্তানকে কেউ রাখেনি। কিন্তু লম্বা একটা সময় ধরেই সেমিফাইনালের সম্ভাবনায় ছিল তারা। মিলার বলছেন, ‘এটাই বিশ্বকাপের আনন্দ’।
সেই আনন্দ আরও বর্ধিত হতে পারত, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে। ভালোভাবেই সেমির সম্ভাবনায় টিকে থাকত তারা। সে চেষ্টাও ছিল আফগানদের। তাদের দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে এসে ৯১ রানে অস্ট্রেলিয়া খুইয়ে ফেলেছিল ৭ উইকেট। কিন্তু ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংসে জয়বঞ্চিত হয় আফগানরা। বিনোদনদায়ী আফগানদের বিপক্ষে সে ইনিংসটাও বড় একটা আনন্দের ছিল বলেই মনে করেন মিলার, ‘ওই রকম একটা ইনিংস দেখা সত্যিই বিশেষ কিছু। একটা এক্স ফ্যাক্টর আছে তার মধ্যে। সে ম্যাচ উইনার। পায়ের মুভমেন্ট না থাকার পরও তাঁকে চার ও ছক্কা হাঁকাতে দেখাটা প্রেরণাদায়ক।’
সেই ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবেন মিলাররা। পরের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান হলেও সংবাদ সম্মেলনে মিলারকে বলতে হলো ম্যাক্সওয়েলদের নিয়েও। গ্রুপ পর্বেই দক্ষিণ আফ্রিকা যাদের হারিয়েছিল ১৩৪ রানে। মিলার বলছেন, ‘বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে খেলেছি আমরা। তাই একটা মহড়াও হয়ে গেছে। অতীতেও তাদের বিপক্ষে খেলেছি। তাই জানি, প্রত্যাশাটা কী থাকবে। তারা বরাবরই লড়াকু একটা দল। তাদের দলে আছে অবিশ্বাস্য কিছু খেলোয়াড় আর ম্যাচ উইনার।’
এই বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ই বলা যায় আফগানিস্তানকে। ভারতের মাটিতে টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে যাদের জয় ছিল মাত্র ১টি, সেই আফগানিস্তানই এই বিশ্বকাপে তুলে নিয়েছে ৪ জয়। অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে। ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের আগে অস্ট্রেলিয়া দলের টুঁটি চেপে ধরার সাহসও দেখিয়েছিল তারা! সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলারের কাছে এই বিশ্বকাপের ‘বিনোদনদায়ী’ দল আফগানিস্তানই, ‘সত্যি সত্যিই তারা ভালো ক্রিকেট খেলছে, দেখার মতো।’
এই আফগানিস্তানের বিপক্ষেই আজ আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে মিলারদের দক্ষিণ আফ্রিকা। ছয় জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়াদের জন্য এ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার। তাই ‘দেখার মতো’ খেলাটা আজ আর মিলার হয়তো চাইবেন না দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এই বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্সে নিজেদের মুগ্ধতার কথা জানাতে ভোলেননি মিলার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল এসেছিলেন মিলার। সেখানেই প্রশংসায় ভাসালেন আফগানদের, ‘তাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়ছে। তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম, এটা দেখিয়েছে তারা। আমি বলতে চাইছি, এই বিশ্বকাপে সত্যি, সত্যিই ভালো খেলেছে তারা, কয়েকটা বড় দলকেও হারিয়েছে।’
কারা কারা সেমিফাইনাল খেলবে—ক্রিকেট পণ্ডিতরা তার একটা সম্ভাব্য রূপ রেখা টুর্নামেন্ট শুরুর আগেই দিয়ে রেখেছিলেন। সেখানে ইংল্যান্ডের মতো দল থাকলেও আফগানিস্তানকে কেউ রাখেনি। কিন্তু লম্বা একটা সময় ধরেই সেমিফাইনালের সম্ভাবনায় ছিল তারা। মিলার বলছেন, ‘এটাই বিশ্বকাপের আনন্দ’।
সেই আনন্দ আরও বর্ধিত হতে পারত, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে। ভালোভাবেই সেমির সম্ভাবনায় টিকে থাকত তারা। সে চেষ্টাও ছিল আফগানদের। তাদের দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে এসে ৯১ রানে অস্ট্রেলিয়া খুইয়ে ফেলেছিল ৭ উইকেট। কিন্তু ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংসে জয়বঞ্চিত হয় আফগানরা। বিনোদনদায়ী আফগানদের বিপক্ষে সে ইনিংসটাও বড় একটা আনন্দের ছিল বলেই মনে করেন মিলার, ‘ওই রকম একটা ইনিংস দেখা সত্যিই বিশেষ কিছু। একটা এক্স ফ্যাক্টর আছে তার মধ্যে। সে ম্যাচ উইনার। পায়ের মুভমেন্ট না থাকার পরও তাঁকে চার ও ছক্কা হাঁকাতে দেখাটা প্রেরণাদায়ক।’
সেই ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবেন মিলাররা। পরের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান হলেও সংবাদ সম্মেলনে মিলারকে বলতে হলো ম্যাক্সওয়েলদের নিয়েও। গ্রুপ পর্বেই দক্ষিণ আফ্রিকা যাদের হারিয়েছিল ১৩৪ রানে। মিলার বলছেন, ‘বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে খেলেছি আমরা। তাই একটা মহড়াও হয়ে গেছে। অতীতেও তাদের বিপক্ষে খেলেছি। তাই জানি, প্রত্যাশাটা কী থাকবে। তারা বরাবরই লড়াকু একটা দল। তাদের দলে আছে অবিশ্বাস্য কিছু খেলোয়াড় আর ম্যাচ উইনার।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে