Ajker Patrika

ওমিক্রনে আশার বার্তা দিচ্ছেন বিজ্ঞানীরাও

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ৪১
ওমিক্রনে আশার বার্তা দিচ্ছেন বিজ্ঞানীরাও

বছরের শেষ দিকে সংক্রমণে রেকর্ড হলেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা আর মহামারি থাকবে না। চলতি বছরই এর কার্যকর সমাধান আসবে। অতিসংক্রামক ধরন ওমিক্রন নিয়ে শঙ্কা বাড়লেও বিজ্ঞানীদের গবেষণা আশার বার্তা দিচ্ছে। এমনকি যাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, তাঁদেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলতি সপ্তাহে হাতে পাওয়া সব গবেষণা পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ দাবি করছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন নিয়ে দেশটির ল্যাবের গবেষণা বলছে, ওমিক্রনে আক্রান্ত কেউ সুস্থ হওয়ার পর ডেলটা ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এর মানে ভবিষ্যতে ডেলটা নিয়েও ফের আতঙ্কিত হতে হবে না।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেলটার চেয়ে অর্ধেক কম। তিন ভাগের এক ভাগের জরুরি সেবা দরকার হবে। শুধু অতিসংক্রামক বলেই কেবল ভয় জাগাচ্ছে এ ধরন। টিকা নিলে এ ধরনে আক্রান্তের ঝুঁকি ৬৫ শতাংশ কম, বুস্টার ডোজের ক্ষেত্রে ৮১ শতাংশ কম।

আরও সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

ওমিক্রন ধরন রুখতে নতুন বছরের ভ্রমণের জন্য বুকিং করা আরও ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭০০টির বেশি। গত শনিবার বাতিল হওয়া এসব ফ্লাইটের কয়েকটি বন্ধ করা হয় বৈরী আবহাওয়ার কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত