Ajker Patrika

সন্তানদের জন্যই উদযাপনে ‘সুপারহিরো’ মেসি

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১২: ৫৭
সন্তানদের জন্যই উদযাপনে ‘সুপারহিরো’ মেসি

বার্সেলোনা থেকে প্যারিস ঘুরে লিওনেল মেসি এখন মায়ামিতে। যে মনমরা ভাব নিয়ে দুই বছর পিএসজিতে ছিলেন, যুক্তরাষ্ট্রে এসে সেটি কেটে গেছে। মেজর লিগ সকারে (এমএলএস) মেসির খেলা দেখে কে বলবে তাঁর বয়স ৩৬! ইন্টার মায়ামির হয়ে ৬ ম্যাচেই ৯ গোল করে ফেলেছেন তিনি। তাঁর ছোঁয়ায় পাল্টে যাওয়া ক্লাবটি প্রথমবারের মতো ফাইনালে। আগামীকাল সকালে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি। তার আগে গতকাল কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। ফ্রি এজেন্ট হিসেবে গত জুলাইয়ে মায়ামিতে আসার পর এটিই প্রথম সংবাদ সম্মেলন আর্জেন্টাইন ফরোয়ার্ডের। এখানে সেসব প্রশ্নের চৌম্বক অংশ তুলে দেওয়া হলো—

প্রশ্ন: মায়ামিতে আসার পর থেকে আপনাকে দেখছি। আপনার সব ম্যাচও দেখেছি। আপনাকে খুব হাসিখুশি ও প্রশান্ত দেখাচ্ছে। কেন ইন্টার মায়ামিকে বেছে নিলেন? 
লিওনেল মেসি: সত্যি হলো, আমি এমনটাই খুঁজছিলাম। খেলাটাকে নিজে আরেকবার উপভোগ করতে, যা আমি পুরো ক্যারিয়ারে করেছি। এখানে আমাদের মুহূর্তগুলো খুব উপভোগ করছি। 

প্রশ্ন: আপনার মধ্যপ্রাচ্যে যাওয়ারও কথা ছিল। সমর্থকেরা হয়তো সেই সিদ্ধান্তে খুশি হতো না। তবে আপনি এখানে এসেছেন এবং দেখছেন, সমর্থকেরা আপনার জন্য প্রতিদিন অপেক্ষা করছে। আপনি মায়ামির যেখানেই যাচ্ছেন ভক্তরা আপনাকে সমর্থন জানাচ্ছে...
মেসি: প্যারিসে আমি যেতে চাইনি। বার্সেলোনা ছাড়তে হবে, এমনটাও চাইনি। শহর ও খেলোয়াড়ি দিক থেকেই সেটি অনেক কঠিন ছিল। কিন্তু এখন যা ঘটছে, তা সম্পূর্ণ বিপরীত। দুই বছর কঠিন সময় কাটানোর পর এখন বুঝতে পারছি, আমাদের জন্য সময়টা কত কঠিন ছিল। এখানে মাঠের পারফরম্যান্সের কারণেই যে সময় ভালো যাচ্ছে, তা নয়। এখানে আমার পরিবার নিয়ে যেভাবে সময় কাটাচ্ছি, আমরা খুশি। সত্যি বলতে, এই মুহূর্ত উপভোগ করছি। 

প্রশ্ন: সকার নিয়ে বললে, আপনি ইতিমধ্যে পাঁচটি এমএলএস দলের বিপক্ষে খেলেছেন। আপনার নিজস্ব দৃষ্টিকোণ থেকে ইন্টার মায়ামিতে আপনার ভবিষ্যৎ কী? 
মেসি: গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সকার অনেক উন্নত হয়েছে। বিশ্বকাপেও তাদের দুর্দান্ত দল ছিল, খুবই প্রতিযোগিতাপূর্ণ। এই লিগস কাপও সেটি প্রমাণ করেছে। এটা এমন এক প্রতিযোগিতা, যেখানে সবাই জিততে পারে। ঘরোয়া দল শক্ত হলেও বাইরে ম্যাচ জেতা কঠিন। প্রথম ম্যাচ থেকে সেটা আমি একটু একটু করে জানছি। 

প্রশ্ন: এমএলএস কি ইউরোপিয়ান লিগের উচ্চতায় উঠতে পারবে? আপনার মতামত কী। 
মেসি: আমার মনে হয় সে সুযোগ আছে। এটা নির্ভর করছে লিগের ওপর। বেড়ে ওঠার জন্য এটিই আদর্শ মুহূর্ত। এই দেশে সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে (২০২৪ কোপা আমেরিকা ও ২০২৬ বিশ্বকাপ)। 

প্রশ্ন: মায়ামিকে প্রথমবারের মতো ফাইনালে উঠতে সাহায্য করলেন। আপনি এখানে এসেছেন বিশ্বকাপ জিতে। ব্যালন ডি’অর, লিগ আ জিতেছেন। আজ (গত পরশু) শোনা গেল আপনি উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। ব্যালন ডি’অর দেওয়া হবে অক্টোবরে। অষ্টমবারের মতো এই পুরস্কার জেতার সম্ভাবনা নিয়ে আপনি কী ভাবেন? 
মেসি: স্বীকৃতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং সেসব উপভোগ করছি। 
প্রশ্ন: ম্যাচ শেষে কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি অদলবদল করবেন, সেই সিদ্ধান্ত কীভাবে নেন? এটা কি সত্য, আর্জেন্টাইন খেলোয়াড়েরা অগ্রাধিকার পায়? আর আপনার সংগৃহীত জার্সিগুলো দিয়ে কী করেন? 
মেসি: আমি সাধারণত পাশে যে থাকে তার সঙ্গেই জার্সি বিনিময় করি। আমার এমন দলের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে, যেখানে আর্জেন্টাইন খেলোয়াড়ও ছিল। তাদের সঙ্গে জার্সি যেমন অদলবদল করেছি, তেমনি ইউরোপের খেলোয়াড়দের সঙ্গেও, যাদের আমি আগে থেকেই চিনতাম। বন্ধু বা পরিচিত খেলোয়াড়দের সঙ্গে জার্সি বিনিময় সত্যিই সব সময় আনন্দের। 
আমার পাওয়া সব জার্সি বার্সেলোনার বাড়িতে রেখেছি, যেখানে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতিচিহ্নও রয়েছে। 

প্রশ্ন: মার্ভেল-থিমের (মার্ভেল সিরিজের সিনেমা থর, ব্ল্যাক প্যান্থার ও স্পাইডারম্যান) গোল উদ্‌যাপনের কারণ কী? (পার্শ্বটীকা: গত জুনের শেষদিকে মার্ভেল, এমএলএস ও অ্যাডিডাসের মধ্যে একটি চুক্তি হয়)। 
মেসি: আমার তিন সন্তান এখনো ছুটিতে, এখানে এখনো তারা স্কুল শুরু করেনি। তাই প্রতি রাতে আমরা মার্ভেল সুপার হিরো মুভিগুলো দেখি। তারাই আমাকে এই আইডিয়া দিয়েছে এবং বলেছে, যখন আমার ম্যাচ থাকবে এবং গোল করব, মার্ভেল সুপারহিরোর মতো যেন উদ্‌যাপন করি। এভাবে শুরু এবং এই উদ্‌যাপন চলছেই। প্রতিবার যখন আমরা নতুন মুভি দেখি, আমরা ওভাবেই গোল উদ্‌যাপনের অনুশীলন করি। তবে শুধু এসব তাদের জন্য করেছি হোম ম্যাচে, যখন ছেলেরা এখানে আমার কাছে থাকে। যখন আমি তাদের স্ট্যান্ডে দেখি, গোল করলে এই উদ্‌যাপন করি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত