Ajker Patrika

শ্রদ্ধায় জাতীয় ৪ নেতা স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ৪০
শ্রদ্ধায় জাতীয় ৪ নেতা স্মরণ

শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝালকাঠি: শহরের টাউনহলের সামনে চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

কাঠালিয়া (ঝালকাঠি): কাঠালিয়ায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির শিকদার প্রমুখ।

ভোলা: জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের চিলি কনভেনশন সেন্টারে ভোলা জেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন প্রমুখ।

লালমোহন (ভোলা): ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার প্রমুখ।

নড়িয়া (শরীয়তপুর) : নড়িয়াও জেলহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাদশা শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়িয়া পৌরসভা মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত