Ajker Patrika

‘মেঘের নৌকা’য় মাহফুজ-বুবলীর রোমান্স

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘মেঘের নৌকা’য় মাহফুজ-বুবলীর রোমান্স

লম্বা বিরতির পর পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। বুবলীকে সঙ্গে নিয়ে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন হবে তাঁর। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে, আছে মুক্তির অপেক্ষায়। সোমবার সন্ধ্যায় বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘প্রহেলিকা’র প্রথম গান ‘মেঘের নৌকা’। এ গানে মাহফুজ-বুবলীর রোমান্স নজর কেড়েছে দর্শকদের।

গানটির দৃশ্যধারণ হয়েছে সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্ট মার্টিনের নৈসর্গিক পরিবেশে। গানের দৃশ্যে একে অপরের চোখে চোখ রেখে মাহফুজ-বুবলী গাইলেন, ‘মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াব আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাব বাতাসে।’ আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল।

গানটি নিয়ে বেশ আশাবাদী মাহফুজ আহমেদ, খানিকটা ভয়েও আছেন। কারণ এর আগে কোনো সিনেমায় এমন রোমান্টিক অবয়বে হাজির হননি তিনি। মাহফুজ বলেন, ‘গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাঁদের সবটুকু প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। তিনি বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এ রকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকেই গানটি আমার অসম্ভব পছন্দের। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া জানার জন্য।’

গানটির গায়িকা কোনাল বলেন, ‘ক্যারিয়ারের প্রথম থেকে রোমান্টিক গানই বেশি করেছি। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, তার মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে মেঘের নৌকা।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। শিগগিরই জানা যাবে সিনেমাটির মুক্তির তারিখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত