Ajker Patrika

পাসপোর্ট অফিসে নারীর শ্লীলতাহানি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৩
পাসপোর্ট অফিসে নারীর শ্লীলতাহানি

কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে অফিসের ভেতরেই সেবাগ্রহীতা এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার বিকেলে জেলা আঞ্চলিক অফিসে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর উপস্থিত লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে ওই নারীকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। তবে অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়নি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ভুক্তভোগী নারীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘মঙ্গলবার তিনি পাসপোর্ট অফিসে এলে মোত্তালেব তাঁকে তৃতীয় তলার একটি কক্ষে যেতে বলেন। ওই কক্ষে তাঁর আবেদনপত্র সংশোধন করতে হবে বলে জানান মোত্তালেব। পরে ওই নারী তৃতীয় তলার কক্ষে গেলে মোত্তালেব কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন এবং তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন।’

ওই নারী আরও বলেন, ‘তাঁর চিৎকারে অফিসে উপস্থিত অন্য লোকজন ধাক্কা দিয়ে দরজা খুলে তাঁকে উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। পরে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে এলেও অভিযুক্তকে আটক করা হয়নি।’

এই ঘটনা পূর্ব পরিকল্পিত ও সাজানো বলে দাবি করেছেন অভিযুক্ত উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার। তিনি বলেন, ‘ওই নারীর স্বভাবই এ রকম, উনি তালাকপ্রাপ্ত।’

মঙ্গলবার সন্ধ্যায় ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা ওই নারীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি। তিনি লিখিত অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তবে এ ঘটনায় কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা আমরা তাও খতিয়ে দেখছি। কারণ ওই নারীর সঙ্গে পাসপোর্ট অফিসের কয়েকজন দালালের যোগসাজশের প্রমাণ পাওয়া যাচ্ছে।’

ভুক্তভোগী নারীর বলেন, ‘আমি খুব মানসিক চাপে আছি। লিখিত অভিযোগ করব কিনা তা ভেবে পাচ্ছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত