প্লেব্যাকে সিন্ডিকেট নিয়ে ফাহমিদা নবীর অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮: ২৭
ফাহমিদা নবী

সিন্ডিকেটের কারণে প্লেব্যাকে অনেকেই সুযোগ পান না—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার প্লেব্যাকে সিন্ডিকেট নিয়ে নিজের হতাশার কথা বললেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। অনেক সময় রেকর্ডিং হলেও পরবর্তী সময়ে সেই গানে অন্য কাউকে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

গত শুক্রবার এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের গানে কণ্ঠ দেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের লেখা ও রাহুল কুমার দত্তের সুর করা গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। নতুন এই গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘ত্রিভুজ সম্পর্কের গল্প দেখা যাবে অন্তর্বর্তীতে। গল্পের একপর্যায়ে প্রত্যেকেই একেকভাবে শূন্যতায় চলে যায়। তাদের সবার মনের অবস্থার কথাই ফুটে উঠবে গানটিতে।’

নিয়মিত মৌলিক গান প্রকাশ করেন ফাহমিদা নবী, তবে সিনেমার গানে অনিয়মিত। ২০০৭ সালে ‘আহা’ সিনেমার ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও প্লেব্যাকে নিয়মিত দেখা মেলেনি তাঁর। ফাহমিদা নবী জানালেন, অন্তর্বর্তীর মাধ্যমে দুই বছর পর কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। সবশেষ ২০২২ সালে ‘চাদর’ সিনেমার জন্য গেয়েছিলেন।

প্লেব্যাকে কেন এই বিরতি? এমন প্রশ্ন করতেই ফাহমিদা নবী পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘এই প্রশ্নটা তো আমার। সব সময় শুনি, আমার কণ্ঠটা নাকি ফিল্মি। সবাই বলে আপনার বেশি বেশি প্লেব্যাক করা উচিত। তাহলে কেন আমি নেই? এটা আমার জন্য ভীষণ কষ্টের।’ প্লেব্যাকে সিন্ডিকেটের কথা জানিয়ে ফাহমিদা নবী বলেন, ‘সিনেমার গান নিয়ন্ত্রণ করে একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত শিল্পীরাই ঘুরিয়ে ফিরিয়ে গাইছে। বঞ্চিত হচ্ছে বাকিরা।’

হতাশা নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘লুকোচুরি গল্পের পরে আমার অনেক সিনেমায় গান করার কথা। কিন্তু তা আর হয়েছে কই? অনেক সময় জানতে পারি, কোনো এক সিনেমায় আমার গান করার কথা। কিন্তু পরবর্তী সময়ে সেই গানটি আর হচ্ছে না বা অন্য কেউ গাইছে। এমনও হয়েছে, গান রেকর্ড করে আসার পরেও দেখি, সিনেমায় বদলে গেছে কণ্ঠ। কেন এমনটা হচ্ছে, এটার কোনো উত্তর নেই। তবে আমি বিশ্বাস করি, যোগ্যতা থাকলে বাধা দিয়ে কোনো কিছুকে আটকানো যায় না। আমি একজন যথার্থ শিল্পী হিসেবে কাজ করে যেতে চাই। আমার কণ্ঠ যদি কারও প্রয়োজন হয় সে আমাকে খুঁজে নেবে।’

সিন্ডিকেট দূর করতে সিনেমার পরিচালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন ফাহমিদা নবী। তিনি বলেন, ‘পরিচালকদের এগিয়ে আসতে হবে। চরিত্র অনুযায়ী যেভাবে অভিনয়শিল্পী চূড়ান্ত করা হয়, সেভাবেই যে গানে যাকে প্রয়োজন তাকেই ডাকতে হবে। নায়ক-নায়িকারা যতটা গুরুত্বপূর্ণ, সংগীতশিল্পীরাও তেমন। একটি ভালো গান সিনেমাকে বাঁচিয়ে রাখে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত