নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা নদীর নামেই নামকরণ করা হলো চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া চারটি বিরল সাদা বাঘ শাবকের। গতকাল সোমবার চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই নামকরণ করেন।
নদীর নামে নামকরণের বিষয়ে দুপুরে চিড়িয়াখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘পদ্মা আমাদের স্বপ্নের সেতু, মেঘনা বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী, সাঙ্গু ও হালদা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি নদী। এই নদীগুলোর নামে মিল রেখে ৪টি সাদা বাঘ শাবকের নামকরণ করা হয়েছে।’
২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় দেশের ইতিহাসের প্রথম সাদা বাঘ। সেই দম্পতির ঘরেই গত শনিবার জন্ম নিল চারটি সাদা বাঘ ছানা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।
এদিকে চিড়িয়াখানা নিয়ে সুদীর্ঘ পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে সবচেয়ে বেশি বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায়।
তবে শাবকগুলোর লিঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম।
পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা নদীর নামেই নামকরণ করা হলো চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া চারটি বিরল সাদা বাঘ শাবকের। গতকাল সোমবার চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই নামকরণ করেন।
নদীর নামে নামকরণের বিষয়ে দুপুরে চিড়িয়াখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘পদ্মা আমাদের স্বপ্নের সেতু, মেঘনা বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী, সাঙ্গু ও হালদা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি নদী। এই নদীগুলোর নামে মিল রেখে ৪টি সাদা বাঘ শাবকের নামকরণ করা হয়েছে।’
২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় দেশের ইতিহাসের প্রথম সাদা বাঘ। সেই দম্পতির ঘরেই গত শনিবার জন্ম নিল চারটি সাদা বাঘ ছানা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।
এদিকে চিড়িয়াখানা নিয়ে সুদীর্ঘ পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে সবচেয়ে বেশি বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায়।
তবে শাবকগুলোর লিঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪