নদীর নামেই চার বাঘ ছানার নাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২: ৩৫
Thumbnail image

পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা নদীর নামেই নামকরণ করা হলো চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া চারটি বিরল সাদা বাঘ শাবকের। গতকাল সোমবার চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই নামকরণ করেন।

নদীর নামে নামকরণের বিষয়ে দুপুরে চিড়িয়াখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘পদ্মা আমাদের স্বপ্নের সেতু, মেঘনা বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী, সাঙ্গু ও হালদা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি নদী। এই নদীগুলোর নামে মিল রেখে ৪টি সাদা বাঘ শাবকের নামকরণ করা হয়েছে।’

২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় দেশের ইতিহাসের প্রথম সাদা বাঘ। সেই দম্পতির ঘরেই গত শনিবার জন্ম নিল চারটি সাদা বাঘ ছানা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।

এদিকে চিড়িয়াখানা নিয়ে সুদীর্ঘ পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের চিড়িয়াখানা ও সাফারি পার্কের মধ্যে সবচেয়ে বেশি বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায়।

তবে শাবকগুলোর লিঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত