কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দারসহ ১৪ জনের নামে আদালতে মামলা হয়েছে। উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসাইন সরদার গত ২২ ডিসেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং আগামী ১৬ জানুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ছাড়াও হাবিব জমাদ্দার, রফিকুল ইসলাম বাচ্চু জমাদ্দার, গিয়াস উদ্দিন সেন্টু, কাদের হাওলাদার, পলাশ খান, মুরাদ খান, রায়হান জমাদ্দার, জিল্লুর জমাদ্দার, আবুল বাশার বাবু সরদার, সোহেল ডাক্তার, রহিম হাওলাদার, খোকন হাওলাদার ও রিপন কবিরাজসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য চেয়ারম্যান হারুন অর রশিদ আগে থেকেই মাদ্রাসা সুপারের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ২০২১ সালের ১৯ ডিসেম্বর নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মহিষকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসাইন সরদার সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষিপ্ত হন হারুন অর রশিদ। পরে তাঁর লোকজন গত ২০ ডিসেম্বর মাদ্রাসার সুপার সৈয়দ মো. মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হামলা চালান।
এতে আহত হন মাদ্রাসা সুপার মোয়াজ্জেম হোসেন ও সভাপতি মনির হোসাইনসহ একাধিক লোক। হামলাকারীরা ঘরের মালামালের ক্ষতি সাধন করেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ সময় তাঁরা মোয়জ্জেম হোসেন ও মনির হোসাইনের কাছে ৩ লাখ টাকা চাঁদাও দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দারসহ ১৪ জনের নামে আদালতে মামলা হয়েছে। উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসাইন সরদার গত ২২ ডিসেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং আগামী ১৬ জানুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ছাড়াও হাবিব জমাদ্দার, রফিকুল ইসলাম বাচ্চু জমাদ্দার, গিয়াস উদ্দিন সেন্টু, কাদের হাওলাদার, পলাশ খান, মুরাদ খান, রায়হান জমাদ্দার, জিল্লুর জমাদ্দার, আবুল বাশার বাবু সরদার, সোহেল ডাক্তার, রহিম হাওলাদার, খোকন হাওলাদার ও রিপন কবিরাজসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য চেয়ারম্যান হারুন অর রশিদ আগে থেকেই মাদ্রাসা সুপারের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ২০২১ সালের ১৯ ডিসেম্বর নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মহিষকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসাইন সরদার সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষিপ্ত হন হারুন অর রশিদ। পরে তাঁর লোকজন গত ২০ ডিসেম্বর মাদ্রাসার সুপার সৈয়দ মো. মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হামলা চালান।
এতে আহত হন মাদ্রাসা সুপার মোয়াজ্জেম হোসেন ও সভাপতি মনির হোসাইনসহ একাধিক লোক। হামলাকারীরা ঘরের মালামালের ক্ষতি সাধন করেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ সময় তাঁরা মোয়জ্জেম হোসেন ও মনির হোসাইনের কাছে ৩ লাখ টাকা চাঁদাও দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে