Ajker Patrika

চেয়ারম্যানসহ ১৪ জনের নামে মামলা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ০৩
চেয়ারম্যানসহ ১৪ জনের নামে মামলা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দারসহ ১৪ জনের নামে আদালতে মামলা হয়েছে। উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসাইন সরদার গত ২২ ডিসেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং আগামী ১৬ জানুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ছাড়াও হাবিব জমাদ্দার, রফিকুল ইসলাম বাচ্চু জমাদ্দার, গিয়াস উদ্দিন সেন্টু, কাদের হাওলাদার, পলাশ খান, মুরাদ খান, রায়হান জমাদ্দার, জিল্লুর জমাদ্দার, আবুল বাশার বাবু সরদার, সোহেল ডাক্তার, রহিম হাওলাদার, খোকন হাওলাদার ও রিপন কবিরাজসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য চেয়ারম্যান হারুন অর রশিদ আগে থেকেই মাদ্রাসা সুপারের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ২০২১ সালের ১৯ ডিসেম্বর নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মহিষকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসাইন সরদার সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষিপ্ত হন হারুন অর রশিদ। পরে তাঁর লোকজন গত ২০ ডিসেম্বর মাদ্রাসার সুপার সৈয়দ মো. মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হামলা চালান।

এতে আহত হন মাদ্রাসা সুপার মোয়াজ্জেম হোসেন ও সভাপতি মনির হোসাইনসহ একাধিক লোক। হামলাকারীরা ঘরের মালামালের ক্ষতি সাধন করেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ সময় তাঁরা মোয়জ্জেম হোসেন ও মনির হোসাইনের কাছে ৩ লাখ টাকা চাঁদাও দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান হারুন অর রশিদ জমাদ্দার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত